বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। সম্প্রতি স্বামী আনাসের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানা। এই ওমরাহ তাঁর জন্য একটু বিশেষ। ভক্তরা ধারণা করছেন, এ দম্পতি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দুটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’
ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সানা। ভক্তদের ধারণা, সানা অন্তঃসত্ত্বা।
তাই হয়তো ওমরাহতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন তিনি। জাইফ নামে একজন লিখেছেন, ‘তুমি মা হচ্ছ? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ হোসনা নামে একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি অন্তঃসত্ত্বা, আপনার জন্য শুভকামনা।’
অবশ্য সানা খান কিংবা তাঁর স্বামী আনাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স–এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।
২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয় জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।
বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। এক হীরা ব্যবসায়ীকে বিয়ে করে বলিউড ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন তিনি। সম্প্রতি স্বামী আনাসের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন। সেখানের কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানা। এই ওমরাহ তাঁর জন্য একটু বিশেষ। ভক্তরা ধারণা করছেন, এ দম্পতি সন্তান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দুটি ছবি পোস্ট করে সানা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।’
ছবি পোস্ট করার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সানা। ভক্তদের ধারণা, সানা অন্তঃসত্ত্বা।
তাই হয়তো ওমরাহতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন তিনি। জাইফ নামে একজন লিখেছেন, ‘তুমি মা হচ্ছ? তাই এই ওমরাহটা এত বিশেষ?’ হোসনা নামে একজন লেখেন, ‘আমরা বুঝতে পারছি আপনি অন্তঃসত্ত্বা, আপনার জন্য শুভকামনা।’
অবশ্য সানা খান কিংবা তাঁর স্বামী আনাসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার ছবিতে কাজ করেছেন সানা খান। ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’স–এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।
২০২০ সালে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করে অভিনয় জগৎকে বিদায় জানান সাবেক এই ‘বিগ বস’ তারকা।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে