ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।
এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।
নয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’
অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’
ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।
এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।
নয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’
অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
১৭ মিনিট আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে