Ajker Patrika

ভারত থেকে অস্কারে যাচ্ছে তামিল ছবি

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৩: ৪৫
ভারত থেকে অস্কারে যাচ্ছে তামিল ছবি

ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।

এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।

‘কুরাঙ্গাল’ ছবির পোস্টারনয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’

অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত