Ajker Patrika

সালমান খানকে হত্যা করাই জীবনের একমাত্র লক্ষ্য: গ্যাংস্টার লরেন্স

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৩: ০৭
সালমান খানকে হত্যা করাই জীবনের একমাত্র লক্ষ্য: গ্যাংস্টার লরেন্স

আবারও সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন পাঞ্জাবের গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। গতকাল জেলে থেকে সংবাদমাধ্যমে সালমান খানকে আবারও হত্যার হুমকি দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, জেলে বসেই ছক কষছেন লরেন্স। 

লরেন্স জানিয়েছেন, তাঁর জীবনের একমাত্র লক্ষ্য সালমান খানকে হত্যা করা। লরেন্স আরও জানিয়েছেন, কৃষ্ণসার হরিণ হত্যার জন্য সালমান যদি বিষ্ণই সম্প্রদায়ের কাছে ক্ষমা না চান, তাহলে চরম শাস্তি পেতে হবে ভাইজানকে। 

সাক্ষাৎকারে বিষ্ণই জানিয়েছেন, ‘সালমানকে ক্ষমা চাইতেই হবে। বিকানেরের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। আমার জীবনের লক্ষ্যই হলো সালমানকে খুন করা। যেদিন ওর সঙ্গে দেহরক্ষীরা থাকবে না, সেদিন ওকে প্রাণে মেরে ফেলব।’ 

বিষ্ণই আরও বলেন, ‘কৃষ্ণসার হরিণ হত্যা করে সালমান বিষ্ণই সম্প্রদায়কে অপমান করেছেন। আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন তিনি। ওর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু সালমান কখনো ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান, তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে ওকে। আমি কারও কথা শুনব না। 

উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালত খালাস দিয়েছেন সালমানকে। তার পরেও পিছু ছাড়ছে অস্বস্তির অতীত। 

 ২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছেন বিষ্ণই। সেই সময়ে খুনের হুমকির অভিযোগে তাঁর এক সহযোগীকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশের মহাপরিচালক জানান, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমান খানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পনভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাঁকে হত্যার ছক কষেছিলেন লরেন্স। 

নিরামিষভোজী বিষ্ণইদের কাছে গাছ কাটা ও প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালের অক্টোবরে এই সম্প্রদায়ের মানুষ সালমান খানসহ একটি শুটিং ইউনিটের আরও কজনের বিরুদ্ধে দুটি কৃষ্ণসার হরিণ, যা চিংকার নামেও পরিচিত, হত্যার অভিযোগে মামলা করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত