‘জিরো’র ব্যর্থতার পর চার বছরের বিরতি। এরপর শাহরুখ যা দেখালেন, তা যেন রূপকথার মতোই। ‘পাঠান’ ও ‘জওয়ান’, একই বছরে দু-দুটো ব্লকবাস্টার সিনেমা। আর ‘জওয়ান’ ছাপিয়ে গেছে ‘পাঠান’কেও। সবারই তাই প্রশ্ন, কবে আসছে ‘জওয়ান ২’?
‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে এর ডায়ালগেও। ছবির শেষ দৃশ্য়ে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির হয়েছিলেন আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গেছে শাহরুখের মুখে। তাহলে কি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন?’ গতকাল বৃহস্পতিবার জন্মদিনে এর উত্তরটা দিলেন বলিউড বাদশাহ নিজেই।
‘জওয়ান ২’ আনার কথা বলতেই ‘আস্ক এস আরকে’ সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২’ বানানোটা আমার পক্ষে কঠিন নয়। আমি এখনই অ্যাটলিকে ফোন করে এটি বানিয়ে নিতে পারি। এটাকেবলে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডানকি আসছে। এটি আপনাদের ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’
শাহরুখ না চাইলেও এর আগে ‘জওয়ান-২’ আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি কুমার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চান তিনি।
উল্লেখ্য, শাহরুখের এখনকার ব্যস্ততা রাজকুমার হিরানি পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। গতকাল ৫৮তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
‘জিরো’র ব্যর্থতার পর চার বছরের বিরতি। এরপর শাহরুখ যা দেখালেন, তা যেন রূপকথার মতোই। ‘পাঠান’ ও ‘জওয়ান’, একই বছরে দু-দুটো ব্লকবাস্টার সিনেমা। আর ‘জওয়ান’ ছাপিয়ে গেছে ‘পাঠান’কেও। সবারই তাই প্রশ্ন, কবে আসছে ‘জওয়ান ২’?
‘জওয়ান’-এর শেষে ‘জওয়ান ২’ আনার ইঙ্গিত মিলেছে এর ডায়ালগেও। ছবির শেষ দৃশ্য়ে দেখা গেছে সঞ্জয় দত্তকে। তিনি হাজির হয়েছিলেন আজাদের কাছে নতুন মিশনের প্রস্তাব নিয়ে, এমন সংলাপও শোনা গেছে শাহরুখের মুখে। তাহলে কি পরিচালক অ্যাটলি কুমার ‘জওয়ান ২’-এর প্রস্তুতি নিচ্ছেন?’ গতকাল বৃহস্পতিবার জন্মদিনে এর উত্তরটা দিলেন বলিউড বাদশাহ নিজেই।
‘জওয়ান ২’ আনার কথা বলতেই ‘আস্ক এস আরকে’ সেশনে শাহরুখ বলেন, ‘জওয়ান ২’ বানানোটা আমার পক্ষে কঠিন নয়। আমি এখনই অ্যাটলিকে ফোন করে এটি বানিয়ে নিতে পারি। এটাকেবলে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, তবে আমি সেটা চাই না। আমি নতুন কিছু করতে চাই, নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চাই। এই যেমন ডানকি আসছে। এটি আপনাদের ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকেও অনেক বেশি বিনোদন দেবে। আমি মানুষকে বিনোদন দিতে চাই।’
শাহরুখ না চাইলেও এর আগে ‘জওয়ান-২’ আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন অ্যাটলি কুমার। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, বিক্রম রাঠোর (আজাদের বাবা) চরিত্রটা নিয়ে স্পিন অফ বানাতে চান তিনি।
উল্লেখ্য, শাহরুখের এখনকার ব্যস্ততা রাজকুমার হিরানি পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘ডানকি’ নিয়ে। গতকাল ৫৮তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। গৌরী খান, রাজকুমার হিরানি আর জিও স্টুডিওজের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ডানকি’। আর তাতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন–ধর্মেন্দ্র, তাপসী পান্নু, ভিকি কৌশল, দিয়া মির্জা, বোমন ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।
‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘মুন্নাভাই’ ফ্র্যাঞ্চাইজি, ‘সঞ্জু’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাজকুমার হিরানি। এমন পরিচালকের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে যে বলিউড বাদশা আবারও বক্স অফিসে দাপট দেখাবেন, তা টিজার দেখেই অনুমান করছেন শাহরুখের ভক্তরা।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
১৬ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১৭ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৮ ঘণ্টা আগে