Ajker Patrika

বলিউডের দুর্দিনে আশার আলো, ২০০ কোটির দ্বারপ্রান্তে ‘দৃশ্যম ২’

বলিউডের দুর্দিনে আশার আলো, ২০০ কোটির দ্বারপ্রান্তে ‘দৃশ্যম ২’

বলিউডে ব্যবসায় খরার এই সময়ে আশার আলো দেখাচ্ছে অজয়–টাবু অভিনীত ‘দৃশ্যম ২ ’। ২০০ কোটি রুপির ঘরে প্রবেশ করছে সিনেমাটি।

মুক্তির ১৯ তম দিন শেষে এর আয় ১৯২ কোটি ৩৫ লাখ রুপি। এর মধ্যে ১৬ ও ১৭ তম দিনেও দুর্দান্ত ব্যবসা করেছে। দুই দিনে আয় ছিল যথাক্রমে ৮ কোটি ৪৫ লাখ রুপি ও ১০ কোটি ৩৯ লাখ রুপি।

গত ১৮ নভেম্বর ৩ হাজার ৩০২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দৃশ্যম ২। মুক্তির প্রথম দিনেই আলোচনায় ছিল সিনেমাটি। শুরুর দিনটায় চমক দেখিয়ে আয় করেছিল প্রায় ১৫ কোটি রুপি।

২০১৫ সালে ‘দৃশ্যম’ মুক্তি পায়। সিনেমাটির বাজেট ছিল ৩৮ কোটি রুপির কাছাকাছি। আর ঘরে তুলেছিল ১১০ কোটি রুপি, যা ছিল এই একই নামের দক্ষিণী ছবির সিক্যুয়েল। ‘দৃশ্যম’–এর জনপ্রিয়তা ও বক্স অফিসে সফলতার পর ‘দৃশ্যম ২’ কবে আসছে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দর্শকের প্রত্যাশা পূরণেও সফল হয়েছে সিনেমাটি।

রিমেক সিনেমার ক্ষেত্রে বলিউডে সফলতা খুব কম। এমন প্রবণতা ভেঙে ‘দৃশ্যম’ আগেও রেকর্ড আয় করেছিল এবং দুর্দান্ত সফলতা পেয়েছিল। এবার ‘দৃশ্যম ২’ সেই পথেই হাঁটছে।

অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম ২’ হিন্দি সিক্যুয়েলে অভিনয় করেছেন অজয় দেবগন ও তাবাসসুম ফাতিমা হাশমী ওরফে টাবু। এ ছাড়া অক্ষয় খান্না, শ্রেয়া শরণ, ঈশিতা দত্ত, রজত কাপুর ও ম্রুণাল যাদব বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত