অনলাইন ডেস্ক
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
গতকাল শুক্রবার ওয়েভস সামিটে বক্তব্য দেওয়ার সময় আমির খান নতুন খবর দিলেন। চীনের সফট পাওয়ারকে কাজে লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি যৌথ ইন্দো–চীন চলচ্চিত্র প্রযোজনার কথা বলেছেন তিনি।
ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)–এর উদ্বোধন অনুষ্ঠানে আমির খান বলেন, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে চীনা দর্শকদের আগ্রহ ভারতীয়দের মতোই। আমি মনে করি, চীনের দর্শক, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের আবেগ ভারতীয়দের আবেগের মতোই। তাই, চীনা দর্শক এখানকার মানুষের মতোই কনটেন্টের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। চীনে বড় পর্দায় আমার কয়েকটি সিনেমা দেখার সময় আমার অভিজ্ঞতা এমনটাই ছিল। দঙ্গল–এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখার সময় ভারতীয় দর্শক এবং চীনা দর্শকের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পাইনি।
আমিরের দঙ্গল চীনে রেকর্ড ১৯২ মিলিয়ন মার্কিন ডলার (১২৩১ কোটি রুপি) আয় করেছে। তাইওয়ান ও হংকংয়ে আরও ১০ মিলিয়ন ডলার (৬৪ কোটি রুপি) আয় করেছে। এটি চীনে সর্বোচ্চ আয় করা বিদেশি চলচ্চিত্র। আমিরের সিক্রেট সুপারস্টারও চীনা বাজারে দারুণ ব্যবসা করেছে। চীন ও হংকংয়ে মোট ১২২ মিলিয়ন ডলার (৭৬৩ কোটি রুপি) আয় করেছে।
গতকাল সকালে ওয়েভস ২০২৫–এর ‘স্টুডিওস অব দ্য ফিউচার: পুটিং ইন্ডিয়া অন ওয়ার্ল্ড স্টুডিও ম্যাপ’ শীর্ষক একটি অধিবেশনে আমির অংশ নিয়েছিলেন। মঞ্চে অভিনেতা সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাঁর চীনা বন্ধুদের সঙ্গে আলোচনার কথাও বলেন।
আমির বলেন, ‘আমি মনে করি চীনের সঙ্গে সহযোগিতা একটি উইন–উইন পরিস্থিতি—সৃজনশীলভাবে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং আবেগগত স্তরে—সব দিক থেকেই। আসলে, বহু বছর ধরে, আমি চীনের বন্ধুদের সঙ্গে আলোচনা করছি এবং আমরা প্রায়ই এটির সম্ভাব্যতা খতিয়ে দেখেছি। এখন, ওয়েভস আসার সঙ্গে সঙ্গে এটি সেই দিকে আরও একটু উৎসাহ জোগাবে। আপনি যদি একটি ইন্দো–চীন চলচ্চিত্রের দিকে তাকান—চীন থেকে একজন তারকা এবং ভারত থেকে একজন তারকা, এটি মোটামুটি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা। সুতরাং, আপনার কাছে ইতিমধ্যেই একটি বিশাল দর্শকশ্রেণি রয়েছে।’
ওয়েভসে আমিরের অধিবেশনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রিতেশ সিধওয়ানি, দিনেশ ভিজান এবং নামিত মালহোত্রা, পিভিআর–এর অজয় বিজলি এবং আমেরিকান প্রযোজক চার্লস রোভেন। ওয়েভস ২০২৫ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ব্যবসাকে উৎসাহিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হচ্ছে।
চীনে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা আমির খান। তাঁর দুটি চলচ্চিত্র—দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার—চীনে দারুণ হিট করেছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সমস্ত বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে এই দুটি সিনেমা।
গতকাল শুক্রবার ওয়েভস সামিটে বক্তব্য দেওয়ার সময় আমির খান নতুন খবর দিলেন। চীনের সফট পাওয়ারকে কাজে লাগানোর পরবর্তী পদক্ষেপ হিসেবে একটি যৌথ ইন্দো–চীন চলচ্চিত্র প্রযোজনার কথা বলেছেন তিনি।
ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট (ওয়েভস)–এর উদ্বোধন অনুষ্ঠানে আমির খান বলেন, ভারতীয় চলচ্চিত্রের ব্যাপারে চীনা দর্শকদের আগ্রহ ভারতীয়দের মতোই। আমি মনে করি, চীনের দর্শক, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য এবং সেখানকার মানুষের আবেগ ভারতীয়দের আবেগের মতোই। তাই, চীনা দর্শক এখানকার মানুষের মতোই কনটেন্টের প্রতি একইভাবে প্রতিক্রিয়া দেখায়। চীনে বড় পর্দায় আমার কয়েকটি সিনেমা দেখার সময় আমার অভিজ্ঞতা এমনটাই ছিল। দঙ্গল–এর প্রতি দর্শকদের প্রতিক্রিয়া দেখার সময় ভারতীয় দর্শক এবং চীনা দর্শকের প্রতিক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য পাইনি।
আমিরের দঙ্গল চীনে রেকর্ড ১৯২ মিলিয়ন মার্কিন ডলার (১২৩১ কোটি রুপি) আয় করেছে। তাইওয়ান ও হংকংয়ে আরও ১০ মিলিয়ন ডলার (৬৪ কোটি রুপি) আয় করেছে। এটি চীনে সর্বোচ্চ আয় করা বিদেশি চলচ্চিত্র। আমিরের সিক্রেট সুপারস্টারও চীনা বাজারে দারুণ ব্যবসা করেছে। চীন ও হংকংয়ে মোট ১২২ মিলিয়ন ডলার (৭৬৩ কোটি রুপি) আয় করেছে।
গতকাল সকালে ওয়েভস ২০২৫–এর ‘স্টুডিওস অব দ্য ফিউচার: পুটিং ইন্ডিয়া অন ওয়ার্ল্ড স্টুডিও ম্যাপ’ শীর্ষক একটি অধিবেশনে আমির অংশ নিয়েছিলেন। মঞ্চে অভিনেতা সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাঁর চীনা বন্ধুদের সঙ্গে আলোচনার কথাও বলেন।
আমির বলেন, ‘আমি মনে করি চীনের সঙ্গে সহযোগিতা একটি উইন–উইন পরিস্থিতি—সৃজনশীলভাবে, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এবং আবেগগত স্তরে—সব দিক থেকেই। আসলে, বহু বছর ধরে, আমি চীনের বন্ধুদের সঙ্গে আলোচনা করছি এবং আমরা প্রায়ই এটির সম্ভাব্যতা খতিয়ে দেখেছি। এখন, ওয়েভস আসার সঙ্গে সঙ্গে এটি সেই দিকে আরও একটু উৎসাহ জোগাবে। আপনি যদি একটি ইন্দো–চীন চলচ্চিত্রের দিকে তাকান—চীন থেকে একজন তারকা এবং ভারত থেকে একজন তারকা, এটি মোটামুটি পৃথিবীর অর্ধেক জনসংখ্যা। সুতরাং, আপনার কাছে ইতিমধ্যেই একটি বিশাল দর্শকশ্রেণি রয়েছে।’
ওয়েভসে আমিরের অধিবেশনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রিতেশ সিধওয়ানি, দিনেশ ভিজান এবং নামিত মালহোত্রা, পিভিআর–এর অজয় বিজলি এবং আমেরিকান প্রযোজক চার্লস রোভেন। ওয়েভস ২০২৫ ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্র ব্যবসাকে উৎসাহিত করার একটি প্ল্যাটফর্ম হিসেবে আয়োজিত হচ্ছে।
তরুণদের বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা উড়াল। পর্দায় দেখা যাবে তিন বন্ধু এবং এক তরুণীর গল্প। এতে অভিনয় করেছেন একদল নতুন মুখ। বানিয়েছেন জোবায়দুর রহমান। ২০২৩ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। অবশেষে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। গত বৃহস্পতিবার সিনেমার...
২১ ঘণ্টা আগেমুহাম্মদ জাহাঙ্গীর স্মরণে আয়োজিত নৃত্যাঞ্চল পদক পেলেন কুমকুম রানী চন্দ। গত ২৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নৃত্য দিবস উদ্যাপন করে নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্চল’। অনুষ্ঠানটি তিনটি পর্বে সাজানো হয়। প্রথম পর্বে ছিল...
২১ ঘণ্টা আগেপাকিস্তানের সঙ্গে ভারতের যেকোনো রাজনৈতিক জটিলতার প্রথম কোপ গিয়ে পড়ে শিল্পীদের ওপর। ২০১৬ সালে ভারতশাসিত কাশ্মীরের উরিতে হামলার পর ভারতে নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন পাকিস্তানি শিল্পীরা। ২০২৩ সাল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল ছিল। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার...
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে