কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
কারিনা কাপুরের রহস্যময় এক ভিডিও পোস্টের পরই গুঞ্জনের শুরু—‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল কি আসছে? আজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই তাঁর ধারণা তাঁকে এবং অভিনেতা বোমান ইরানিকে বাদ দিয়েই ‘থ্রি ইডিয়টস’-এর প্ল্যান করছেন অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন।
আজ শুক্রবার সকালে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে এটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘আমি এটা বিশ্বাস করতে পারছি না! আমাকে ছাড়া তারা কীভাবে এটি করতে পারে? বোমান ইরানি, তারা কি আপনার কাছ থেকেও এটি গোপন রেখেছে?’ ভিডিওর সঙ্গে অভিনেত্রী ‘থ্রি ইডিয়টস’-এর সহ-অভিনেতা আমির খান, শারমান যোশি এবং আর মাধবন সমন্বিত একটি প্রেস কনফারেন্সের ছবি যুক্ত করেছেন।
কারিনা কাপুর ভিডিওতে বলেছেন, ‘আমি যখন ছুটিতে ছিলাম, তখনই জানতে পেরেছিলাম যে এই তিনজন কিছু একটা ঘটাচ্ছে। বিষয়টি এই তিনজন আমাদের কাছ থেকে গোপন রেখেছে। দয়া করে বলবেন না এটা শারমানের সিনেমার প্রচার। আমার মনে হয় তারা তিনজন সিক্যুয়েলের পরিকল্পনা করছে। আমাকে ছাড়া কীভাবে সম্ভব? আমার মনে হয় না বোমানও এটা জানে।’
এদিকে অভিনেতা বোমান ইরানি ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানান, ‘তারা কীভাবে ভাইরাসকে ছাড়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি করতে পারে? ভাইরাস ভিলেন নাহি হোগা তো কৌন হোগা, অর কেয়া হি হোগা?’
ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও ব্যবসায়িক সফল সিনেমা ‘থ্রি ইডিয়টস’। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটিতে আমির খান, শারমান জোশি, আর মাধবন, বোমান ইরানি ও কারিনা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন ওমি বৈদ্য, আলি ফজল ও মোনা সিং।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
৫ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
৫ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
৯ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১০ ঘণ্টা আগে