বিনোদন ডেস্ক
বলিউড ইন্ডাস্ট্রিতে এরই মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছেন কিয়ারা আদভানি, কৃতি শ্যানন ও জাহ্নবী কাপুর। এখন তাঁরাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। তাঁদের পর নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী বলা হচ্ছে অনন্যা পাণ্ডেকে। পিছু পিছু আরও তিনজন আসছেন, যাঁরা দ্রুত প্রভাব বিস্তার করছেন বলিউডে। রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরি ও শর্বরী ওয়াঘ—এই তিন নায়িকাকে বলা হচ্ছে বলিউডের ভবিষ্যৎ। আগামী দিনে তাঁদের দিকে নজর থাকবে ইন্ডাস্ট্রির।
তারকাসন্তান নন তাঁদের কেউই। তবে অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের কাছে নিজেদের প্রমাণ করেছেন। পর্দার বাইরে সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ডের প্রচারেও উজ্জ্বল উপস্থিতি তাঁদের। অ্যাকশন থেকে কমেডি কিংবা রোম্যান্টিক—একাধিক ঘরানার সিনেমায় ক্রমশ বলিউডের ভরসার নাম হয়ে উঠছেন রাশমিকা, তৃপ্তি ও শর্বরী।
রাশমিকা মান্দানা
একগুচ্ছ সফল সিনেমা, হাতভর্তি এনডোর্সমেন্ট, পাপারাজ্জিদের নয়নের মণি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রাশমিকা প্রতিষ্ঠিত নাম হলেও বলিউডে তাঁর লড়াই সম্প্রতি শুরু হয়েছে। ‘পুষ্পা’র সাফল্য তাঁকে ভারতজুড়ে জনপ্রিয়তা দিয়েছিল। পরে রণবীর কপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সেই জনপ্রিয়তার পারদ আরও বাড়িয়েছে।
রাশমিকার হাতে আছে সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমাটি। আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’-এর মুখ্য চরিত্রেও থাকছেন রাশমিকা। তা ছাড়া, ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে। এটা দিয়ে আবারও ঝড় তুলবেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় অভিনেত্রী। নতুন প্রজন্মের কাছে রাশমিকা বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় কিয়ারা আদভানি, জাহ্নবী কাপুরের চেয়ে অনেকটাই এগিয়ে তিনি। তারকাসুলভ ভাব তাঁর মধ্যে বিশেষ না থাকায় পাপারাজ্জিদের অন্যতম পছন্দের তারকা রাশমিকা। ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও, বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি সাইবার ক্রাইমের বিরুদ্ধে ভারত সরকারের প্রচারের বিশেষ দূত করা হয়েছে রাশমিকাকে।
তৃপ্তি দিমরি
রণবীর কাপুর-রাশমিকার ‘অ্যানিমেল’ মোড় ঘুরিয়েছে তৃপ্তির ক্যারিয়ারেরও। ন্যাশনাল ক্রাশ, ভাবি টু—নানা তকমাও জুটেছে। সঙ্গে ঝুলিতে এসেছে একগুচ্ছ সিনেমা। ১ নভেম্বর মুক্তি পাবে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর ‘ভুলভুলাইয়া থ্রি’। হাতে রয়েছে অনুরাগ বসুর পরিচালনায় কার্তিকের সঙ্গে রোমান্টিক গল্পের আরেকটি সিনেমা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় শাহিদ কাপুরের সঙ্গেও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। অ্যানিমেলের সিকুয়েল ‘অ্যানিমেল পার্ক’-এও দেখা যাবে তৃপ্তিকে।
এ ছাড়া, প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’, ধানুষের সঙ্গে একটি সিনেমা ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘ধাড়াক টু’-তেও কাজ করার কথা রয়েছে তাঁর। আউটসাইডার হয়েও বলিউডের বিভিন্ন ক্যাম্পে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় অভিনেত্রী। অ্যানিমেলের সাফল্যের পর বেড়েছে তৃপ্তির ব্র্যান্ড এনডোর্সমেন্টের সংখ্যা।
শর্বরী ওয়াঘ
প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’ সিরিজ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শর্বরী। পরে বড় পর্দায় ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে সিনেমায় পা রাখেন। তবে বক্স অফিসে ‘মুনজিয়া’ চমকপ্রদ ব্যবসা করার পরই নজর কাড়েন শর্বরী।
এর আগে সহকারী পরিচালক হিসেবে একাধিক সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন তিনি। আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমায়ও কেড়েছিলেন শর্বরী। আপাতত যশ রাজের স্পাই ইউনিভার্সের অন্যতম মুখ তিনি। আলফা মেল হিরোর চিরাচরিত ধারণা ভেঙে আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে নামছেন শর্বরী।
যদিও অনুরাগীর সংখ্যা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও হিটের নিরিখে তিনি রাশমিকা ও তৃপ্তির চেয়ে অনেকটাই পিছিয়ে। তবে ক্রমশ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করছেন তিনি। আউটসাইডার হলেও এখন যশ রাজ ফিল্মসের ঘরের মেয়ে বলা যায় শর্বরীকে।
বলিউড ইন্ডাস্ট্রিতে এরই মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছেন কিয়ারা আদভানি, কৃতি শ্যানন ও জাহ্নবী কাপুর। এখন তাঁরাই দর্শকদের আগ্রহের কেন্দ্রে। তাঁদের পর নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময়ী বলা হচ্ছে অনন্যা পাণ্ডেকে। পিছু পিছু আরও তিনজন আসছেন, যাঁরা দ্রুত প্রভাব বিস্তার করছেন বলিউডে। রাশমিকা মান্দানা, তৃপ্তি দিমরি ও শর্বরী ওয়াঘ—এই তিন নায়িকাকে বলা হচ্ছে বলিউডের ভবিষ্যৎ। আগামী দিনে তাঁদের দিকে নজর থাকবে ইন্ডাস্ট্রির।
তারকাসন্তান নন তাঁদের কেউই। তবে অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের কাছে নিজেদের প্রমাণ করেছেন। পর্দার বাইরে সোশ্যাল মিডিয়া ও ব্র্যান্ডের প্রচারেও উজ্জ্বল উপস্থিতি তাঁদের। অ্যাকশন থেকে কমেডি কিংবা রোম্যান্টিক—একাধিক ঘরানার সিনেমায় ক্রমশ বলিউডের ভরসার নাম হয়ে উঠছেন রাশমিকা, তৃপ্তি ও শর্বরী।
রাশমিকা মান্দানা
একগুচ্ছ সফল সিনেমা, হাতভর্তি এনডোর্সমেন্ট, পাপারাজ্জিদের নয়নের মণি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রাশমিকা প্রতিষ্ঠিত নাম হলেও বলিউডে তাঁর লড়াই সম্প্রতি শুরু হয়েছে। ‘পুষ্পা’র সাফল্য তাঁকে ভারতজুড়ে জনপ্রিয়তা দিয়েছিল। পরে রণবীর কপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সেই জনপ্রিয়তার পারদ আরও বাড়িয়েছে।
রাশমিকার হাতে আছে সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমাটি। আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’-এর মুখ্য চরিত্রেও থাকছেন রাশমিকা। তা ছাড়া, ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে। এটা দিয়ে আবারও ঝড় তুলবেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় অভিনেত্রী। নতুন প্রজন্মের কাছে রাশমিকা বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যায় কিয়ারা আদভানি, জাহ্নবী কাপুরের চেয়ে অনেকটাই এগিয়ে তিনি। তারকাসুলভ ভাব তাঁর মধ্যে বিশেষ না থাকায় পাপারাজ্জিদের অন্যতম পছন্দের তারকা রাশমিকা। ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও, বিজয় দেবরাকোণ্ডার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে আগ্রহ রয়েছে ভক্তদের মধ্যে। সম্প্রতি সাইবার ক্রাইমের বিরুদ্ধে ভারত সরকারের প্রচারের বিশেষ দূত করা হয়েছে রাশমিকাকে।
তৃপ্তি দিমরি
রণবীর কাপুর-রাশমিকার ‘অ্যানিমেল’ মোড় ঘুরিয়েছে তৃপ্তির ক্যারিয়ারেরও। ন্যাশনাল ক্রাশ, ভাবি টু—নানা তকমাও জুটেছে। সঙ্গে ঝুলিতে এসেছে একগুচ্ছ সিনেমা। ১ নভেম্বর মুক্তি পাবে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর ‘ভুলভুলাইয়া থ্রি’। হাতে রয়েছে অনুরাগ বসুর পরিচালনায় কার্তিকের সঙ্গে রোমান্টিক গল্পের আরেকটি সিনেমা। বিশাল ভরদ্বাজের পরিচালনায় শাহিদ কাপুরের সঙ্গেও একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। অ্যানিমেলের সিকুয়েল ‘অ্যানিমেল পার্ক’-এও দেখা যাবে তৃপ্তিকে।
এ ছাড়া, প্রভাসের সঙ্গে ‘স্পিরিট’, ধানুষের সঙ্গে একটি সিনেমা ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘ধাড়াক টু’-তেও কাজ করার কথা রয়েছে তাঁর। আউটসাইডার হয়েও বলিউডের বিভিন্ন ক্যাম্পে জায়গা করে নিয়েছেন তৃপ্তি। ইনস্টাগ্রামেও বেশ সক্রিয় অভিনেত্রী। অ্যানিমেলের সাফল্যের পর বেড়েছে তৃপ্তির ব্র্যান্ড এনডোর্সমেন্টের সংখ্যা।
শর্বরী ওয়াঘ
প্রাইম ভিডিওর ‘দ্য ফরগটেন আর্মি: আজাদি কে লিয়ে’ সিরিজ দিয়ে অভিনয় শুরু করেছিলেন শর্বরী। পরে বড় পর্দায় ‘বান্টি অউর বাবলি টু’ দিয়ে সিনেমায় পা রাখেন। তবে বক্স অফিসে ‘মুনজিয়া’ চমকপ্রদ ব্যবসা করার পরই নজর কাড়েন শর্বরী।
এর আগে সহকারী পরিচালক হিসেবে একাধিক সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন তিনি। আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে নেটফ্লিক্সের ‘মহারাজ’ সিনেমায়ও কেড়েছিলেন শর্বরী। আপাতত যশ রাজের স্পাই ইউনিভার্সের অন্যতম মুখ তিনি। আলফা মেল হিরোর চিরাচরিত ধারণা ভেঙে আলিয়া ভাটের সঙ্গে অ্যাকশনে নামছেন শর্বরী।
যদিও অনুরাগীর সংখ্যা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও হিটের নিরিখে তিনি রাশমিকা ও তৃপ্তির চেয়ে অনেকটাই পিছিয়ে। তবে ক্রমশ ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করছেন তিনি। আউটসাইডার হলেও এখন যশ রাজ ফিল্মসের ঘরের মেয়ে বলা যায় শর্বরীকে।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১৫ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ
১৫ ঘণ্টা আগে