করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।
করণ জোহরের বাবা যশ জোহর ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। ‘দোস্তানা’, ‘দুনিয়া’, ‘অগ্নিপথ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘কাভি আলভিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ অনেক আলোচিত সিনেমা তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে তেমন সুবিধা করে উঠতে পারছিল না ধর্মা প্রোডাকশন। পর পর ফ্লপের মুখে পড়ে প্রতিষ্ঠান বাঁচাতে অবশেষে বড় সিদ্ধান্ত নিতে হলো করণ জোহরকে।
কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, ধর্মা প্রোডাকশনের বেশিরভাগ শেয়ার কিনছে রিলায়েন্স। তা পুরোপুরি সত্যি হল না। করণ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অর্ধেক শেয়ার বিক্রি করলেন। তবে রিলায়েন্স নয়, ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা নিল সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস।
জানা গেছে, ধর্মা প্রোডাকশনে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি রুপি দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের অর্ধেক অংশীদারত্ব নিয়েছেন তিনি।
আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। আর অপূর্ব মেহতা থাকবেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। তিনি প্রতিষ্ঠানের কৌশলগত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক দিকগুলো দেখভাল করবেন।
২০২২ সালে এ প্রতিষ্ঠানের বড় বাজেটের ‘লাইগার’ সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ লাভের মুখ দেখলেও তার পর থেকে ‘গোবিন্দ নাম মেরা’, ‘সেলফি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ কোনোটিই সাফল্য পায়নি। ফলে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পর পর সিনেমা ফ্লপ হওয়ার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে প্রতিষ্ঠানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন করণ জোহর।
তবে ধর্মা প্রোডাকশন থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে জানানো হয়েছে অন্য কারণ। বলা হয়েছে, বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট।
ভারতের পাকিস্তানে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে পরে সেই আবেদন প্রত্যাহার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা
১৫ ঘণ্টা আগেশামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল।
১৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন বেশ পুরোনো। গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের উত্তেজনা গড়িয়েছে যুদ্ধে। গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারত, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানও দিচ্ছে জবাব। পাকিস্তানে হামলার সমর্থন জানিয়েছেন ভারতের বেশির ভাগ শোবিজ
১৫ ঘণ্টা আগে