মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন বলিউড ভাইজান। বারবার তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকি বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকি বার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল।
তবে এসব হুমকিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না সালমান। হুমকিতে ভয় পেয়ে কাজ বন্ধ রাখার পক্ষে নন তিনি। সালমানের ম্যানেজার জানিয়েছেন, কোনো শুটিংই পেছাবে না। ঠিক সময়ে সব শুটিং শেষ করবেন তিনি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের ওয়াই প্লাস নিরাপত্তায় আরও আট-দশজনকে যোগ করা হয়েছে। তাঁদের কাজই হলো আগে থেকে শুটিংয়ের জায়গা রেকি করা। সর্বক্ষণ তাঁর নিরাপত্তা নিশ্চিত করা।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। আটতলা বিল্ডিংয়ে সারাক্ষণ পুলিশ সার্ভেলেন্স বসানো হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে জমায়েত করা, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা অ্যাপার্টমেন্টের সামনে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তাঁর ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমানের ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাঁকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন বলিউড ভাইজান। বারবার তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকি বার্তা দেওয়া হচ্ছে তাঁকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকি বার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকি বার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল।
তবে এসব হুমকিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না সালমান। হুমকিতে ভয় পেয়ে কাজ বন্ধ রাখার পক্ষে নন তিনি। সালমানের ম্যানেজার জানিয়েছেন, কোনো শুটিংই পেছাবে না। ঠিক সময়ে সব শুটিং শেষ করবেন তিনি। তবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সালমানের ওয়াই প্লাস নিরাপত্তায় আরও আট-দশজনকে যোগ করা হয়েছে। তাঁদের কাজই হলো আগে থেকে শুটিংয়ের জায়গা রেকি করা। সর্বক্ষণ তাঁর নিরাপত্তা নিশ্চিত করা।
সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তাও বাড়ানো হয়েছে কয়েক গুণ। আটতলা বিল্ডিংয়ে সারাক্ষণ পুলিশ সার্ভেলেন্স বসানো হয়েছে। অ্যাপার্টমেন্টের সামনে জমায়েত করা, সেখানে দাঁড়িয়ে সেলফি তোলা কিংবা অ্যাপার্টমেন্টের সামনে ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তাঁর ফার্মহাউসের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
৩১ মিনিট আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
২ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
২ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। কানের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম। এবার জানা গেল কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে এবাদুর রহমানের সিনেমা ‘বাঙালি বিলাস’।
২ ঘণ্টা আগে