সম্প্রতি ব্রিটেনের সঙ্গে ‘মৈত্রী চুক্তি’র ১০০ বছর পূর্তিতে নেপালের প্রতিনিধি হয়ে ব্রিটেন গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী। আর এই অনুষ্ঠানে গিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়েছেন মনীষা। কারণ প্রধানমন্ত্রীর বাড়িতে যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে বেশির ভাগ অতিথিই তাঁর সর্বশেষ ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ দেখেছেন। যাতে কিনা রীতিমতো আপ্লুত অভিনেত্রী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন মনীষা। কালো, সোনালি জরির শাড়িতে মনীষাকে দেখা গেছে। দীর্ঘক্ষণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর আলাপচারিতায় সারেন। দুই দেশের শিল্পকলার দিকটাই উঠে আসে তাঁদের কথায়।
সুনাকের সঙ্গে তাঁর ছবিগুলি শেয়ার করে মনীষা লিখেছেন, ‘যুক্তরাজ্য-নেপাল সম্পর্ক এবং আমাদের মৈত্রী চুক্তির ১০০ বছর উদ্যাপনের জন্য ১০ ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ পাওয়া একটি সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখে আমাদের নেপালের প্রশংসা শুনে খুব আনন্দিত হয়েছি। আমি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে এভারেস্ট বেস ক্যাম্প ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’
সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে মনীষা কৈরালার অভিনয় প্রশংসিত হয়েছে। সিরিজের প্রধান চরিত্র মল্লিকাজানের ভূমিকায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে। হীরামান্ডি এখন নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিরিজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়িতে গিয়েও এর প্রশংসা শুনেছেন অভিনেত্রী। মনীষা কৈরালার কথায়, ‘এদিন অনুষ্ঠানের বেশির ভাগ অংশগ্রহণকারী ইতিমধ্যে ‘হীরামান্ডি’ দেখেছেন এবং তা পছন্দ করেছেন। তাতে আমি শিহরিত হয়েছি!!’
কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী মনীষা কৈরালা নেপালের রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা, বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা, ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।
উল্লেখ্য, ‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সিরিজটিতে।
আটটি অ্যাপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে আরও অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।
সম্প্রতি ব্রিটেনের সঙ্গে ‘মৈত্রী চুক্তি’র ১০০ বছর পূর্তিতে নেপালের প্রতিনিধি হয়ে ব্রিটেন গিয়েছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী। আর এই অনুষ্ঠানে গিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়েছেন মনীষা। কারণ প্রধানমন্ত্রীর বাড়িতে যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে বেশির ভাগ অতিথিই তাঁর সর্বশেষ ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ দেখেছেন। যাতে কিনা রীতিমতো আপ্লুত অভিনেত্রী।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন মনীষা। কালো, সোনালি জরির শাড়িতে মনীষাকে দেখা গেছে। দীর্ঘক্ষণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর আলাপচারিতায় সারেন। দুই দেশের শিল্পকলার দিকটাই উঠে আসে তাঁদের কথায়।
সুনাকের সঙ্গে তাঁর ছবিগুলি শেয়ার করে মনীষা লিখেছেন, ‘যুক্তরাজ্য-নেপাল সম্পর্ক এবং আমাদের মৈত্রী চুক্তির ১০০ বছর উদ্যাপনের জন্য ১০ ডাউনিং স্ট্রিটে আমন্ত্রণ পাওয়া একটি সম্মানের বিষয়। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখে আমাদের নেপালের প্রশংসা শুনে খুব আনন্দিত হয়েছি। আমি প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে এভারেস্ট বেস ক্যাম্প ভ্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’
সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’তে মনীষা কৈরালার অভিনয় প্রশংসিত হয়েছে। সিরিজের প্রধান চরিত্র মল্লিকাজানের ভূমিকায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে। হীরামান্ডি এখন নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় সিরিজ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়িতে গিয়েও এর প্রশংসা শুনেছেন অভিনেত্রী। মনীষা কৈরালার কথায়, ‘এদিন অনুষ্ঠানের বেশির ভাগ অংশগ্রহণকারী ইতিমধ্যে ‘হীরামান্ডি’ দেখেছেন এবং তা পছন্দ করেছেন। তাতে আমি শিহরিত হয়েছি!!’
কাঠমান্ডুতে জন্মগ্রহণকারী মনীষা কৈরালা নেপালের রাজনীতিবিদ প্রকাশ কৈরালার কন্যা। তাঁর দাদা, বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা, ১৯৫৯ থেকে ১৯৬০ সাল পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন।
উল্লেখ্য, ‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়েছে জনপ্রিয় ভারতীয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির। গত ১ মে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটি। সিরিজটিতে রাজকীয় বেশে ধরা দিয়েছেন মায়ানগরীর ছয় রূপসী। ছয় অভিনেত্রী: মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন শেহগলকে দেখা গেছে সিরিজটিতে।
আটটি অ্যাপিসোডে বিভক্ত এই সিরিজ। সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, প্রায় ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করে চিত্রনাট্য লিখেছেন তিনি। সিরিজটিতে আরও অভিনয় করেছেন—ফারদিন খান ও অধ্যয়ন সুমন। এখনো পর্যন্ত দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সিরিজটি নিয়ে।
স্বপ্নের নায়ককে কাছে পেয়ে দিব্য আমির খানের সঙ্গে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন বাংলাদেশি অভিনেতা হিসেবে। আরও জানান ভারতের নন্দিত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সঙ্গে তাঁর কাজের কথা।
১৬ ঘণ্টা আগেবলিউড সুপারস্টার আমির খানের কাছে ধর্ম একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বিশ্বাস করেন, সব ধর্মই মানুষকে একই গন্তব্যের দিকে ধাবিত করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘জয় জওয়ান’-এ এ কথা বলেছেন আমির খান।
১৭ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার পর কক্সবাজারে আশ্রয় নেওয়া ছোট দুই ভাইবোনের জীবনসংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘দ্য আইসক্রিম সেলার্স’। বানিয়েছেন সোহেল রহমান। এখন পর্যন্ত বিশ্বের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে প্রদর্শিত হয়েছে এই চলচ্চিত্র।
২১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে