বিনোদন ডেস্ক
ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায় মাসখানেক পর আবারও উঠে এসেছে আলোচনায়। তার একমাত্র কারণ, কাজল আগারওয়ালের সঙ্গে সালমানের একটি দৃশ্য।
সিনেমার ফাইনাল কাটে জায়গা পায়নি দৃশ্যটি, বাদ দেওয়া হয়েছিল। তবে দৃশ্যটি ছিল সিকান্দারের পাইরেটেড ভার্সনে। ওই দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপ মন ছুঁয়ে গেছে সবার। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটি শেয়ার করে অনেকেই বলছেন, সিকান্দারের চূড়ান্ত ভার্সনে দৃশ্যটি রাখা উচিত ছিল। অন্তত এই দৃশ্যের কারণে আরও বেশি দর্শক যেত সিনেমা হলে।
সিকান্দার সিনেমায় সালমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অঙ্গদান করেছিল। স্ত্রীর ফুসফুস, হার্ট ও চোখ দেওয়া হয় ভিন্ন তিনজনকে। যাদের অঙ্গদান করা হয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নেয় সিকান্দার। চোখ দেওয়া হয় কাজলকে।
মুছে দেওয়া যে দৃশ্য নিয়ে এত আলোচনা চলছে, ওই দৃশ্যে দেখা যায়, পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে কাজল অভিনীত চরিত্রটি। বাড়িতে লোকের ভিড়। সবাই নানা কথা শোনাচ্ছে কাজলকে। এই পরিস্থিতিতে সেখানে হাজির হয় সিকান্দার। কাজলকে বোঝায় জীবনের গুরুত্ব, বেঁচে থাকার সৌন্দর্য। এ দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপগুলো এতই জীবন্ত ও অনুপ্রেরণার যে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অথচ দৃশ্যটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটা অতি আশ্চর্যের! অনেকে তাই এটিকে বলছেন, ‘বাজে সম্পাদনার আদর্শ উদাহরণ।’
বক্স অফিসে ধুঁকলেও ২০০ কোটি রুপি বাজেটের সিকান্দার ঠিকই লগ্নি তুলে নিতে পেরেছে। আগামী মাসেই সিনেমাটি আসবে নেটফ্লিক্সে। বাদ দেওয়া দৃশ্য নিয়ে নতুন করে এই আলোচনার ফলে ওটিটিতে সিকান্দার আলোড়ন তুলবে, আশা করছেন সবাই।
ঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায় মাসখানেক পর আবারও উঠে এসেছে আলোচনায়। তার একমাত্র কারণ, কাজল আগারওয়ালের সঙ্গে সালমানের একটি দৃশ্য।
সিনেমার ফাইনাল কাটে জায়গা পায়নি দৃশ্যটি, বাদ দেওয়া হয়েছিল। তবে দৃশ্যটি ছিল সিকান্দারের পাইরেটেড ভার্সনে। ওই দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপ মন ছুঁয়ে গেছে সবার। সোশ্যাল মিডিয়ায় দৃশ্যটি শেয়ার করে অনেকেই বলছেন, সিকান্দারের চূড়ান্ত ভার্সনে দৃশ্যটি রাখা উচিত ছিল। অন্তত এই দৃশ্যের কারণে আরও বেশি দর্শক যেত সিনেমা হলে।
সিকান্দার সিনেমায় সালমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। একটি দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। মৃত্যুর আগে সে অঙ্গদান করেছিল। স্ত্রীর ফুসফুস, হার্ট ও চোখ দেওয়া হয় ভিন্ন তিনজনকে। যাদের অঙ্গদান করা হয়েছে, তাদের দেখভালের দায়িত্ব নেয় সিকান্দার। চোখ দেওয়া হয় কাজলকে।
মুছে দেওয়া যে দৃশ্য নিয়ে এত আলোচনা চলছে, ওই দৃশ্যে দেখা যায়, পারিবারিক চাপে আত্মহত্যার চেষ্টা করেছে কাজল অভিনীত চরিত্রটি। বাড়িতে লোকের ভিড়। সবাই নানা কথা শোনাচ্ছে কাজলকে। এই পরিস্থিতিতে সেখানে হাজির হয় সিকান্দার। কাজলকে বোঝায় জীবনের গুরুত্ব, বেঁচে থাকার সৌন্দর্য। এ দৃশ্যে সালমানের অভিনয় ও সংলাপগুলো এতই জীবন্ত ও অনুপ্রেরণার যে সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অথচ দৃশ্যটি কেন বাদ দেওয়া হয়েছে, সেটা অতি আশ্চর্যের! অনেকে তাই এটিকে বলছেন, ‘বাজে সম্পাদনার আদর্শ উদাহরণ।’
বক্স অফিসে ধুঁকলেও ২০০ কোটি রুপি বাজেটের সিকান্দার ঠিকই লগ্নি তুলে নিতে পেরেছে। আগামী মাসেই সিনেমাটি আসবে নেটফ্লিক্সে। বাদ দেওয়া দৃশ্য নিয়ে নতুন করে এই আলোচনার ফলে ওটিটিতে সিকান্দার আলোড়ন তুলবে, আশা করছেন সবাই।
সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে...
৮ ঘণ্টা আগে১০০ কোটির ফিক্সড ডিপোজিট পরবর্তী সময়ে করতে পেরেছিলেন অক্ষয়। তাতেও কি আর্থিকভাবে নিরাপদ হতে পেরেছিলেন? এ নিয়ে অভিনেতা সম্প্রতি কথা বলেছেন কপিল শর্মা শোতে।
১৩ ঘণ্টা আগেপ্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত প্রতিযোগিরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। বিভাগীয় পর্যায়ের অডিশন ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর।
১৬ ঘণ্টা আগেতাহসান বলেন, ‘ইটস ন্যাচারাল।’ মজা করেই বললেন, ‘সারাদিন কি স্টেজে লাফালাফি করা যায় এই দাড়ি নিয়ে? মেয়ে বড় হয়ে গেছে।’ এরপর বেশ সিরিয়াসলি বলেন, ‘অভিনয় থেকে বিরতি নেওয়া শুরু করেছি বেশ কয়েক বছর হয়ে গেল। গান থেকেও বিরতি নেওয়া শুরু করেছি। এই রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
১৮ ঘণ্টা আগে