২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। মুক্তির পর বক্স অফিসে ভালো চলছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি। বাঙালি-অবাঙালি—দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি সিনেমাটিতে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনদৃশ্য এখন আলোচনায়। অনেকে আবার দৃশ্যটির সমালোচনাও করেছেন।
সিনেমার গল্পে দেখা যায়, ধর্মেন্দ্র ও শাবানা একে অপরের জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন, নাতি-নাতনির প্রেমের দৌলতে আবার দেখা হয় তাঁদের। বহুকাল পর নিজেদের ফিরে পেয়ে একে অপরের ঠোঁটে চুম্বন এঁকে দেন। ধর্মেন্দ্র ও শাবানা আজমির এই চুম্বনদৃশ্য নিয়েই এখন হচ্ছে বেশ আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধর্মেন্দ্র ও শাবানার রোমান্টিক দৃশ্যটি প্রশংসা যেমন কুড়িয়েছে, আবার এর সমালোচনাও করছেন অনেকে।
এবার চুম্বনদৃশ্যের বিষয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্র। নেটওয়ার্ক ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুনছি শাবানা আর আমার চুম্বন দৃশ্য নাকি দর্শকদের অবাক করেছে। দর্শক আমাদের রসায়ন পছন্দও করেছেন। আবার কেউ কেউ বিরূপ মন্তব্য করছেন। আমার মনে হয়, মানুষ এটা আশা করেনি, তাই এ দৃশ্য নিয়ে আলোচনা চলছে।’
তবে ধর্মেন্দ্র মনে করেন, ভালোবাসা আর তা প্রকাশে কোনো বয়স নেই।
ধর্মেন্দ্রর কথায়, ‘বয়স কেবল সংখ্যা। দুজন মানুষ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ করবে, তাতে সমস্যা কোথায়!’
দৃশ্য ধারণের বর্ণনায় ধর্মেন্দ্র বলেন, ‘করণ যখন দৃশ্যটি আমাদের বুঝিয়ে দিচ্ছিল, বুঝতে পারছিলাম সিনেমার প্রয়োজনে এমন একটি দৃশ্যের প্রয়োজন। শাবানা কিংবা আমি কেউই অস্বস্তিতে পড়িনি, নান্দনিকতার সঙ্গেই দৃশ্যের শুটিং হয়েছিল।’
জনপ্রিয় বলিউড সিনেমা ‘লাইফ ইন মেট্রো’র একটি দৃশ্যে অভিনেত্রী নাফিসা আলীকে চুম্বন করেছিলেন ধর্মেন্দ্র। ‘সেই দৃশ্যও দর্শকদের প্রশংসা পেয়েছিল’ বলে জানান ধর্মেন্দ্র।
২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। মুক্তির পর বক্স অফিসে ভালো চলছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন বক্স অফিস থেকে ১১ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। এদিকে গতকাল শনিবার এই আয় প্রায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ৫ কোটি রুপিতে। গত দুই দিনে সিনেমাটির মোট আয় ২৭ দশমিক ১৫ কোটি রুপি। আজ রোববার সিনেমাটির মোট আয় ৫০ কোটি রুপির কাছাকাছি চলে যাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও। পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই সিনেমায়। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা।
২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। মুক্তির পর বক্স অফিসে ভালো চলছে রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি। বাঙালি-অবাঙালি—দুই পরিবারের গল্প-প্রেমের পাশাপাশি সিনেমাটিতে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনদৃশ্য এখন আলোচনায়। অনেকে আবার দৃশ্যটির সমালোচনাও করেছেন।
সিনেমার গল্পে দেখা যায়, ধর্মেন্দ্র ও শাবানা একে অপরের জীবন থেকে হারিয়ে গিয়েছিলেন, নাতি-নাতনির প্রেমের দৌলতে আবার দেখা হয় তাঁদের। বহুকাল পর নিজেদের ফিরে পেয়ে একে অপরের ঠোঁটে চুম্বন এঁকে দেন। ধর্মেন্দ্র ও শাবানা আজমির এই চুম্বনদৃশ্য নিয়েই এখন হচ্ছে বেশ আলোচনা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধর্মেন্দ্র ও শাবানার রোমান্টিক দৃশ্যটি প্রশংসা যেমন কুড়িয়েছে, আবার এর সমালোচনাও করছেন অনেকে।
এবার চুম্বনদৃশ্যের বিষয়ে মুখ খুলেছেন ধর্মেন্দ্র। নেটওয়ার্ক ১৮কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শুনছি শাবানা আর আমার চুম্বন দৃশ্য নাকি দর্শকদের অবাক করেছে। দর্শক আমাদের রসায়ন পছন্দও করেছেন। আবার কেউ কেউ বিরূপ মন্তব্য করছেন। আমার মনে হয়, মানুষ এটা আশা করেনি, তাই এ দৃশ্য নিয়ে আলোচনা চলছে।’
তবে ধর্মেন্দ্র মনে করেন, ভালোবাসা আর তা প্রকাশে কোনো বয়স নেই।
ধর্মেন্দ্রর কথায়, ‘বয়স কেবল সংখ্যা। দুজন মানুষ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ করবে, তাতে সমস্যা কোথায়!’
দৃশ্য ধারণের বর্ণনায় ধর্মেন্দ্র বলেন, ‘করণ যখন দৃশ্যটি আমাদের বুঝিয়ে দিচ্ছিল, বুঝতে পারছিলাম সিনেমার প্রয়োজনে এমন একটি দৃশ্যের প্রয়োজন। শাবানা কিংবা আমি কেউই অস্বস্তিতে পড়িনি, নান্দনিকতার সঙ্গেই দৃশ্যের শুটিং হয়েছিল।’
জনপ্রিয় বলিউড সিনেমা ‘লাইফ ইন মেট্রো’র একটি দৃশ্যে অভিনেত্রী নাফিসা আলীকে চুম্বন করেছিলেন ধর্মেন্দ্র। ‘সেই দৃশ্যও দর্শকদের প্রশংসা পেয়েছিল’ বলে জানান ধর্মেন্দ্র।
২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’। মুক্তির পর বক্স অফিসে ভালো চলছে সিনেমাটি। মুক্তির প্রথম দিন বক্স অফিস থেকে ১১ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। এদিকে গতকাল শনিবার এই আয় প্রায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬ দশমিক ৫ কোটি রুপিতে। গত দুই দিনে সিনেমাটির মোট আয় ২৭ দশমিক ১৫ কোটি রুপি। আজ রোববার সিনেমাটির মোট আয় ৫০ কোটি রুপির কাছাকাছি চলে যাবে বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর বিরতির পর পরিচালনায় ফিরলেন করণ জোহর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, শাবানা আজমি ও ধর্মেন্দ্র। পর্দায় আরও দেখা গেছে কলকাতার অভিনয়শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটারায় চৌধুরীকেও। পাঞ্জাবি ছেলে রকি ও বাঙালি মেয়ে রানির প্রেমের গল্প উঠে এসেছে এই সিনেমায়। শিক্ষিত, সংস্কৃতিমনা বাঙালি পরিবারের সাংবাদিক মেয়ে রানি; অন্যদিকে বেশি পড়াশোনা না জানা, ফিটনেস-পাগল, ধনী পরিবারের ছেলে রকি। দুই ভিন্ন সংস্কৃতির মানুষের পরস্পরের প্রেমে পড়া এবং তাদের প্রেম পূর্ণতা পাওয়া নিয়ে কাঠখড় পোড়ানোর গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমা।
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে