Ajker Patrika

পাঠান সিনেমার সাফল্যে ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাহরুখ 

পাঠান সিনেমার সাফল্যে ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন শাহরুখ 

বক্স অফিস কাঁপানো ‘পাঠান’ সিনেমার সাফল্যে ভক্তদের আবারও ধন্যবাদ-ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল বুধবার রাতে ফেসবুকে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়েছেন শাহরুখ।

ফেসবুক পোস্টে শাহরুখ লিখেছেন, ‘এটা ব্যবসার বিষয় নয়, একান্তই ব্যক্তিগত। মানুষের মুখে হাসি ফোটানো, তাদের আনন্দ দেওয়াই আমাদের কাজ। কিন্তু ব্যক্তিগত চেষ্টা না থাকলে এটা কখনই সফল হয় না। ধন্যবাদ সবাইকে যারা পাঠানকে ভালোবেসেছেন এবং যারা সিনেমায় কাজ করেছেন।’ সবশেষে শাহরুখ বলেন, ‘এর থেকেই প্রমাণ হয় পরিশ্রম, প্রচেষ্টা আর বিশ্বাস এখনো জীবিত রয়েছে।’

বক্স অফিসে এখনো একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ‘বাহুবলী ২ ’-এর রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে ‘পাঠান’। 

চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শের সবশেষ টুইট অনুযায়ী এখন পর্যন্ত ভারতে পাঠানের আয় ৫৩৬ দশমিক ৭৭ কোটি রুপি। মুক্তির ৪৩ দিন পর বিশ্বব্যাপী ছবিটি ব্যবসা করেছে ১ হাজার ৩৯ কোটি রুপি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন সালমান খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত