সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।
এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।
সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’
শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।
সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।
এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।
সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’
শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে