সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।
এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।
সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’
শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।
সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।
এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।
সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’
শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৪ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৯ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৯ ঘণ্টা আগে