ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।
ঝিমধরা দুপুরে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক ঢুকল ভারতের দুর্গাপুরে। সঙ্গে দু-একজন সেনা। আজ বাদে কাল যুদ্ধ হবে। তবে বাস্তবের যুদ্ধ নয়। আর তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। আসলে একটি হিন্দি ছবির শুটিং শুরু হয়েছে দুর্গাপুরে। সময়কাল ১৯৭১। মুক্তিযুদ্ধ। পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যশোর সীমান্তবর্তী গ্রামে লড়াই করে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনারা। তারই প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা ‘পিপ্পা’। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি 'পিপ্পা'। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করছেন বলিউডের ঈশান খট্টর।
গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। সাঁজোয়া ট্যাঙ্কের উপর দেখা গিয়েছিল নায়ক ঈশান খট্টরকে। নায়ক এবং তাঁর ট্যাঙ্ক—এ দুইয়ে মিলেই ছবি। যুদ্ধের রাশিয়ান কামানের নাম ছিল ‘পিপ্পা’। তাই ছবির নাম পিপ্পা। পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রায় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শুটিং শুরু হয় গত ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। বলিউডের প্রথম সারির প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই ছবির প্রযোজক।
দুর্গাপুরে সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধক্ষেত্র হিসাবে। যেহেতু এই হিন্দি ছবিটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাই বিভিন্ন সামরিক অস্ত্র দুর্গাপুরে নিয়ে এসে হাজির করা হয়েছে। সবই রাখা হচ্ছে ওই শুটিং মাঠে। কামান, ট্যাঙ্কের পাশাপাশি ১৯৭১ সালে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র আনা হয়েছে।
আসলে পিপ্পা শব্দটার অর্থই ট্যাঙ্ক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। এমনই উল্লেখ রয়েছে বলরাম সিং মেহতার লেখা বইয়ে। ২০১৬ সালে প্রকাশিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব এক বই ‘দ্য বার্নিং শাফিস’। ব্রিগেডিয়ার মেহতার সেই কাহিনিকে নিয়েই এই ছবি।
দুর্গাপুরকে এই প্রথম কোনও হিন্দি ছবির শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। ফলে এই ছবির শুটিংকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম। প্রতিদিনই বহু মানুষ ভিড় জমাচ্ছেন শুটিংয়ে। শুটিংয়ে অংশ নিয়েছেন ঈশান খাট্টারসহ অনেক বলিউড তারকা।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
২ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
২ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
২ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
২ ঘণ্টা আগে