Ajker Patrika

যে কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন টাইগার-দিশা

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৪: ৪৮
যে কারণে বিচ্ছেদের পথে হাঁটলেন টাইগার-দিশা

টাইগার শ্রফ ও দিশা পাটানির বিচ্ছেদ এখন বলিউডে টক অব দ্য টাউন। ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন টাইগার-দিশা। এবার জানা গেল, কেন এই তারকা জুটি বিচ্ছেদের পথে হাঁটলেন। 

ই-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সত্যিই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার-দিশা। তাঁদের ঘনিষ্ঠ একজন জানান, ‘অনেকটা সময় ধরে একসঙ্গে বাস করছেন তাঁরা। তবে চলতি বছরের শুরুর দিকে দিশা তাঁদের বিয়ের কথা ভাবেন। আর এর পরই ভাঙনের সুর বাজে।’ 

ই-টাইমসকে ওই সূত্র জানান, ‘দিশা বিয়ের কথা টাইগারকে জানাতেই অভিনেতা না করে দেন। অভিনেত্রী একাধিকবার এ কথা বললে টাইগারের প্রতিক্রিয়া ছিল ‘‘না, এখন নয়”। দিশা বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু টাইগার এই মুহূর্তে বিয়ের করার জন্য় প্রস্তুত নন।’ 

দিশা বিয়ের কথা টাইগারকে জানাতেই, অভিনেতা না করে দেনতবে টাইগার শ্রফ ও দিশা পাটানি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তাঁরা। প্রকাশ্যে একসঙ্গে ছবি পোস্ট করতেও খুব একটা দেখা যায়নি টাইগার কিংবা দিশাকে। বিমানবন্দরে কিংবা ডিনার ডেটে পাপারাজ্জিদের ফ্রেমবন্দী হয়েছেন এই জুটি। তবে অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা মিলেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক টাইগারের এক বন্ধু হিন্দুস্তান টাইমসকে টাইগার-দিশার ব্রেকআপের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সবাই কয়েক সপ্তাহ আগে এ সম্পর্কে জানতে পেরেছি। বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করেনি। নিজের কাজের দিকেই মন দিচ্ছে টাইগার।’ 

মিউজিক ভিডিও এবং ‘বাঘি ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন টাইগার ও দিশা। টাইগারের ‘বাগি ৩’ ছবিতেও অতিথি চরিত্রে দেখা যায় দিশাকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত