বিনোদন ডেস্ক
ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’
এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।
ভারতের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তক পরিবর্তনের দাবি তুলেছেন অক্ষয় কুমার। বিশেষ করে ইতিহাস বইয়ের ব্যাপক সংস্কার হওয়া উচিত বলে মত তাঁর। অক্ষয়ের দাবি, শিক্ষার্থীদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবের ইতিহাস না পড়িয়ে বরং ভারতের যেসব সৈনিক দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের ইতিহাস পড়ানো হোক।
সাম্প্রতিক বছরগুলোতে অক্ষয়ের কোনো সিনেমা তেমন সুবিধা করতে পারছে না। বক্স অফিসে খরায় ভুগলেও অক্ষয় একের পর এক বায়োপিকে অভিনয় করছেন। শুরুটা হয়েছিল ২০১৮ সালে। ‘প্যাড ম্যান’ সিনেমায় লক্ষ্মীকান্ত চৌহানের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপর তিনি ‘গোল্ড’-এ ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাসের ভূমিকায় ধরা দিয়েছেন, ‘কেশরী’তে আবার হাবিলদার ঈশ্বর সিংয়ের চরিত্রে দেখা দিয়েছেন। সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরত্বগাথাও তুলে ধরেছেন।
এবার তিনি নিয়ে আসছেন ‘স্কাই ফোর্স’। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধের ঘটনা নিয়ে তৈরি সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এতে অক্ষয় আছেন উইং কমান্ডার কুমার ওম আহুজা চরিত্রে। একের পর এক বাস্তব চরিত্রে দেখা হওয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এমন চরিত্র নির্বাচন করি, ইতিহাসে যাঁদের উল্লেখ নেই। ইচ্ছে করেই এমন চরিত্র বেছে নিই, যাঁরা দেশের উপেক্ষিত, অজানা নায়ক। এ ধরনের চরিত্র আমাকে টানে।’
এরপরই ইতিহাস বিষয়ের পাঠ্যপুস্তক সংস্কারের কথা বলেন অক্ষয়। তিনি বলেন, ‘ইতিহাস বইয়ে অনেক কিছু সংশোধন হওয়া দরকার। আমাদের মোগল সম্রাট আকবর কিংবা আওরঙ্গজেবদের ইতিহাস পড়ানো হয়। কিন্তু ভারতের আসল নায়কদের কথা পড়ানো হয় না। তাঁদেরও প্রচারের আলোয় নিয়ে আসা দরকার। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলো সংশোধন করা দরকার যাতে বর্তমান প্রজন্ম এঁদের সম্পর্কে জানতে পারে।’
এই ‘আসল নায়ক’ বলতে অক্ষয় বুঝিয়েছেন ভারতের সেনা, নৌ কিংবা বিমান সদস্যদের কথা, যাঁরা নানা সময়ে দেশের জন্য লড়েছেন। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের যেসব সৈনিক প্রাণ দিয়েছেন, তাঁদের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি অক্ষয়ের।
গত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১১ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ‘এলএ ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ জোড়া পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ থিং অ্যাবাউট কাশেম’। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার জিতেছেন ইন্তেখাব দিনার। পাশাপাশি সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন বিজন ইমতিয়াজ।
১২ ঘণ্টা আগে