Ajker Patrika

ওটিটিতে আসছে ‘মহাভারত’

ওটিটিতে আসছে ‘মহাভারত’

ভারতবর্ষের মানুষের কাছে এই ‘মহাভারত’ মহাকাব্যের আবেদন চিরন্তন। বিদেশি পাঠকরাও মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন কুরুক্ষেত্রের আখ্যান। সেই কাহিনি এবার ওয়েব দুনিয়ায় উঠে আসছে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের প্রযোজনায় নির্মাণ হবে ‘মহাভারত’। যার ফার্স্টলুক প্রকাশ হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় ডিজনির এক অনুষ্ঠানে নতুন এই প্রজেক্টের ঘোষণা করা হয়। বিশেষ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকছেন বলিউডের প্রযোজক মধু মন্টেনা, মিথ লাভার্স স্টুডিও এবং আল্লু এন্টারটেনমেন্ট। যতদূর সম্ভব সিরিজ হিসেবে ‘মহাভারত’ ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে। আর তাতে থাকছে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্ট।

গ্রাফিক্যাল ইমেজে ‘মহাভারত’ফার্স্টলুক হিসেবে যে ছবিগুলি শেয়ার করা হয়েছে। তা প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দেয়। গ্রাফিক্যাল ইমেজই ব্যবহার করা হয়েছে। নতুন এই প্রজেক্টের বিষয়ে কথা বলতে গিয়ে ডিজনি প্লাস হটস্টারের কনটেন্ট হেড গৌরব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা বড় আয়োজনে মহাভারত তৈরি করছি। নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই এক্সাইটেড। আমাদের প্রযোজক মধু মন্টেনা আর খুবই দক্ষ একটি টিম কাজ করছে। চিত্রনাট্য লেখার কাজও খুবই ভালোভাবে চলছে।’

গ্রাফিক্যাল ইমেজে ‘মহাভারত’আশির দশকের শেষে ছোটপর্দায় ‘মহাভারত’ -এর কাহিনি নিয়ে সিরিয়াল নির্মাণ করেছিলেন বি আর চোপড়া। তারপরও একাধিকবার ছোটপর্দায় পাণ্ডব ও কৌরবদের কাহিনি দেখা গিয়েছে। তবে এ কাহিনির আবেদন দর্শকদের কাছে চিরন্তন বলেই মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, গত কয়েকমাস ধরে নতুন ‘মহাভারত’-এর প্রস্তুতি চলছিল। চিত্রনাট্যের কাজ অনেকটাই শেষের পথে। খুব শিঘ্রই হবে সিনেমার কলাকুশলীদের নাম ঘোষণা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত