গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অথচ প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক কেআরকে এক্সে লিখেছেন, ‘কঙ্গনার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে গেছে।’
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমাটি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর গত ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজসের মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে গতকাল ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।
গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হয়েছে হলে দর্শক টানতে। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল ‘তেজস’। অথচ শুরুতেই ধাক্কা খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। গতকাল শুক্রবার বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে তৈরি হয়েছে। সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে দেখা গেছে কঙ্গনাকে। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। অথচ প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক কেআরকে এক্সে লিখেছেন, ‘কঙ্গনার সিনেমাটি মুক্তি পাওয়ার প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে গেছে।’
‘তেজস’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে বিক্রান্ত মাসির ‘টুয়েলভথ ফেল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালিত সিনেমাটি তেজসের চেয়ে সীমিত সংখ্যক হলে মুক্তি পেয়েও প্রথম দিন ১ কোটি রুপি আয় করেছে। প্রথম দিন এই ছবি দেখতে ৯.০৯ শতাংশ দর্শকাসন ভর্তি হয়েছিল। অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। যার প্রেক্ষাপটে রয়েছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা জোশির বাস্তব জীবনের গল্প।
উল্লেখ্য, গত ৩ বছর ধরে মুক্তির তালিকায় ছিল ‘তেজস’। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরপর গত ২০ অক্টোবর সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু টাইগার শ্রফের ‘গণপথ’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে তেজসের মুক্তি ১ সপ্তাহ পিছিয়ে গতকাল ২৭ অক্টোবর মুক্তি দেওয়া হয়।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
৯ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
১৭ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
১৮ ঘণ্টা আগে