বিনোদন ডেস্ক
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে