বিনোদন ডেস্ক
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
দীপাবলিতে মেয়ের নাম প্রকাশ করেছেন রণবীর-দীপিকা দম্পতি। ইনস্টাগ্রামে মেয়ের পায়ের একটি ছবি দিয়ে সন্তানের নাম জানিয়েছেন তাঁরা। দীপবীর মেয়ের নাম রেখেছেন দুয়া পাড়ুকোন সিং।
কেন এই নাম, তার ব্যাখ্যাও দিয়েছেন তারকা দম্পতি। লিখেছেন, ‘দুয়া অর্থ প্রার্থনা। কারণ, ও আমাদের অনেক প্রার্থনার ফল।’ সন্তানের নাম প্রকাশের পর তারকা দম্পতি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। ভক্ত থেকে শুরু করে তারকা—সবাই তাঁদের শুভকামনা জানিয়েছেন।
তবে কটাক্ষ করার লোকের সংখ্যাও কম নয়। নেটিজেনদের একাংশ তাঁদের এই নাম বেছে নেওয়ার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। অনেকের অভিযোগ, রণবীর-দীপিকা হিন্দু হয়েও কেন সন্তানের মুসলিম নাম রাখলেন!
নেটিজেনদের এ অংশের দাবি, দুয়া কোনো ভারতীয় সন্তানের সঠিক নাম হতে পারে না। অনেকে আবার একাধিক নামের সাজেশনও দিয়েছেন কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘দুয়া? কোনো হিন্দু নাম ভালো লাগল না? কেন দুয়া? প্রার্থনা কেন নয়? আপনারা দুজনেই হিন্দু, ভুলে গেছেন নাকি?’
আরেকজনের মন্তব্য, ‘হিন্দির বদলে উর্দু কেন?’ অনেকে তো আগ বাড়িয়ে এটাও বলছেন, ‘প্রার্থনাও তো রাখতে পারতেন। কেন মুসলিম নাম? বলিউড ইচ্ছাকৃত এমন করে। সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত হানছেন ওরা।’ এমন অনেক মন্তব্যে ভরে গেছে দীপিকার পোস্টের কমেন্ট বক্স।
যতই নেতিবাচক মন্তব্য আসুক, ইতিবাচক চিন্তার মানুষের সংখ্যাও কিন্তু কম নয়। অনেকে তাই পাল্টা প্রশ্ন রেখেছেন, এ নামে কেন কারো সমস্যা থাকবে? মা-বাবা তাঁদের সন্তানের কী নাম রাখবেন, সেটা একেবারেই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে ধর্মের সিল দেওয়া কোনো সুস্থ মানসিকতা নয়।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে