আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটির মুক্তি সামনে রেখে আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গানটি প্রকাশের পরই রয়েছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে, সঙ্গে মিলছে দর্শকদের প্রশংসা।
হিন্দিতে ‘জিন্দা বান্দা’, তামিল ভাষায় ‘ভান্দা এদাম’ এবং তেলেগুতে ‘ধুম্মে ধুলিপেলা’ শিরোনামে মুক্তি পেয়েছে গানটি। গানটিতে ৫৭ বছরের শাহরুখের পারফরম্যান্স তাক লাগার মতো। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং লিখেছেন ইরশাদ কামিল। অনিরুদ্ধর মিউজিকের সঙ্গে শাহরুখের আগুনে পারফরম্যান্স দুর্দান্ত এক কম্বিনেশনের জন্ম দিয়েছে।
উর্দু কবি ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি বা গজলের (আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত, এই লড়াইটাই বাঁচিয়ে রাখে) লাইন ধার করেই এই গানের কথা লিখেছেন ইরশাদ। গানের কথাতেই ‘জওয়ান’-এর তুখোড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল।
গানটি রিলিজ উপলক্ষে ইনস্টাগ্রামে শাহরুখ খান লিখেছেন, ‘নীতিগুলো যখন ঝুঁকির মধ্যে পড়ে, তখন একজনকে লড়াই করতে হয়, এই যুদ্ধই আপনাকে জীবিত করে তুলবে। আমি ওয়াসিম বেরেলভি সাহেবকে আমার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানাই, একটি ছোট পরিবর্তনের সঙ্গে এই সুন্দর শ্লোকটি আমাদের ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য।’
এই গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে। ভারতের বিভিন্ন রাজ্যের ভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘জিন্দা বান্দার’। পাঁচ দিনব্যাপী মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাইসহ আরও কয়েকটি শহরের শুটিং চলেছিল গানের।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। এতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।
আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। সিনেমাটির মুক্তি সামনে রেখে আজ সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘জিন্দা বান্দা’। গানটি প্রকাশের পরই রয়েছে ইউটিউবের ট্রেন্ডিংয়ে, সঙ্গে মিলছে দর্শকদের প্রশংসা।
হিন্দিতে ‘জিন্দা বান্দা’, তামিল ভাষায় ‘ভান্দা এদাম’ এবং তেলেগুতে ‘ধুম্মে ধুলিপেলা’ শিরোনামে মুক্তি পেয়েছে গানটি। গানটিতে ৫৭ বছরের শাহরুখের পারফরম্যান্স তাক লাগার মতো। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং লিখেছেন ইরশাদ কামিল। অনিরুদ্ধর মিউজিকের সঙ্গে শাহরুখের আগুনে পারফরম্যান্স দুর্দান্ত এক কম্বিনেশনের জন্ম দিয়েছে।
উর্দু কবি ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু শায়েরি বা গজলের (আত্মসম্মানে ঘা লাগলে যুদ্ধ করা উচিত, এই লড়াইটাই বাঁচিয়ে রাখে) লাইন ধার করেই এই গানের কথা লিখেছেন ইরশাদ। গানের কথাতেই ‘জওয়ান’-এর তুখোড় জীবনযুদ্ধের কথা ধরা পড়ল।
গানটি রিলিজ উপলক্ষে ইনস্টাগ্রামে শাহরুখ খান লিখেছেন, ‘নীতিগুলো যখন ঝুঁকির মধ্যে পড়ে, তখন একজনকে লড়াই করতে হয়, এই যুদ্ধই আপনাকে জীবিত করে তুলবে। আমি ওয়াসিম বেরেলভি সাহেবকে আমার সমস্ত হৃদয় দিয়ে ধন্যবাদ জানাই, একটি ছোট পরিবর্তনের সঙ্গে এই সুন্দর শ্লোকটি আমাদের ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য।’
এই গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে ১ হাজারেরও বেশি ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পীকে। ভারতের বিভিন্ন রাজ্যের ভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘জিন্দা বান্দার’। পাঁচ দিনব্যাপী মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মাদুরাইসহ আরও কয়েকটি শহরের শুটিং চলেছিল গানের।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগি বাবু প্রমুখ। এতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
৭ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
৭ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
৭ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
৭ ঘণ্টা আগে