Ajker Patrika

জোট বেঁধেছেন শাহরুখ–সালমান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০: ৫৩
জোট বেঁধেছেন শাহরুখ–সালমান

দীর্ঘ চার বছরের বিরতির পর ২৫ জানুয়ারি ‘পাঠান’ নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। চলচ্চিত্রটি মুক্তির আগেই নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। 

এবার জানা গেল নতুন খবর, ‘পাঠান’-এর সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। বলিউড ভাইজান সালমান খান আজ সোমবার দুপুরে এক ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা দেন।

কয়েক দিন আগেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার প্রিন্টের সঙ্গে সংযুক্ত হতে পারে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর টিজার। এবার খবরটি নিশ্চিত হলো। ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটি আগামী ২১ এপ্রিল ইদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে বলে জানা গেছে। 

‘কিসি কা ভাই কিসি কি জান’ দিয়ে চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ছবিটিতে সালমান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল। 

ধুঁকতে থাকা বলিউড বক্স অফিস পুনরুদ্ধারে উঠেপড়ে লেগেছেন বলিউডের তারকারা। বলিউড বাদশাহর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’–এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে বলিউড—এমনই ধারণা করছেন অনেক চলচ্চিত্র বিশ্লেষক। 

সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালান। শাহরুখ খানের ‘পাঠান’ নিয়ে বিতর্ক যেমন চলছে, এর সঙ্গে সঙ্গে বাড়ছে অগ্রিম টিকিট বিক্রিও। মুক্তির আগেই জার্মানিতে এরই মধ্যে ১ কোটি ৩২ লাখ রুপির টিকিট বিক্রি হয়ে গেছে। এদিক থেকে ‘কেজিএফ-২’কে ছাড়িয়ে গেছে ‘পাঠান’। কেজিএফ-২ জার্মানিতে ব্যবসা করেছে ১ কোটি ২০ লাখের কাছাকাছি। 

যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত