আজকের পত্রিকা ডেস্ক
চোট সারাতে নিজের মূত্র পান! এমনটাই করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা।
রাজকুমার সন্তোষীর ঘটক চলচ্চিত্রের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন পরেশ। অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগনের পরামর্শে চোট সারাতে এই পথ্য সেবন করেছেন পরেশ।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, হাঁটুর চোট নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পরেশ রাওয়াল। সেখানে তাঁকে দেখতে যান বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। সেখানে পরেশকে নিজের মূত্র পানের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমার হাঁটুর চোটের কথা জানার পর তিনি (বীরু) আমাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিজের মূত্র পান করার পরামর্শ দেন। তিনি বলেন, সব যোদ্ধারা এটা করে। এই অভ্যাস করতে পারলে জীবনে কখনোই আর চোটজনিত কোনো সমস্যা ভোগাতে পারবে না। এ ছাড়া তিনি আমাকে অ্যালকোহল, রেড মিট আর তামাক পরিহারের পরমার্শ দেন।’
পরেশ আরও বলেন, ‘আমি নিজের প্রস্রাব বিয়ারের মতো করে পান করেছি। টানা ১৫ দিন এই পথ্য চলেছে। এরপর চিকিৎসকেরা আমার এক্স–রে রিপোর্ট দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন!’
তাঁর ভাষ্যমতে, এ চোট সারতে আড়াই মাসের মতো লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু মূত্র পানের ফলে সেরে গেছে মাত্র ১৫ দিনে!
চোট সারাতে নিজের মূত্র পান! এমনটাই করেছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন এ অভিনেতা।
রাজকুমার সন্তোষীর ঘটক চলচ্চিত্রের শুটিংয়ের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন পরেশ। অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগনের পরামর্শে চোট সারাতে এই পথ্য সেবন করেছেন পরেশ।
ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, হাঁটুর চোট নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন পরেশ রাওয়াল। সেখানে তাঁকে দেখতে যান বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। সেখানে পরেশকে নিজের মূত্র পানের পরামর্শ দেন তিনি।
সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমার হাঁটুর চোটের কথা জানার পর তিনি (বীরু) আমাকে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে নিজের মূত্র পান করার পরামর্শ দেন। তিনি বলেন, সব যোদ্ধারা এটা করে। এই অভ্যাস করতে পারলে জীবনে কখনোই আর চোটজনিত কোনো সমস্যা ভোগাতে পারবে না। এ ছাড়া তিনি আমাকে অ্যালকোহল, রেড মিট আর তামাক পরিহারের পরমার্শ দেন।’
পরেশ আরও বলেন, ‘আমি নিজের প্রস্রাব বিয়ারের মতো করে পান করেছি। টানা ১৫ দিন এই পথ্য চলেছে। এরপর চিকিৎসকেরা আমার এক্স–রে রিপোর্ট দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন!’
তাঁর ভাষ্যমতে, এ চোট সারতে আড়াই মাসের মতো লাগবে বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু মূত্র পানের ফলে সেরে গেছে মাত্র ১৫ দিনে!
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৫ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৫ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৬ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৬ ঘণ্টা আগে