কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
কলকাতার নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গেছেন লাল্টু নামে। কখনো লাল্টু দত্ত, কখনো লাল্টু বিশ্বাস—পদবি বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে পেশাও। ‘রামধনু’ ছবিতে লাল্টু দত্তের ছিল ওষুধের ব্যবসা। আর ‘হামি’তে তিনি ছিলেন আসবাবপত্রের ব্যবসায়ী।
নতুন ছবিতে আবারও লাল্টু নামে ফিরছেন শিবপ্রসাদ। তৈরি হচ্ছে জনপ্রিয় ছবি ‘হামি’র সিক্যুয়েল ‘হামি ২’। এতে লাল্টু চরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ। এ ছবিতে নাম একই থাকলেও পদবি ও পেশার বদল হবে।
নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে আজ থেকে ‘হামি ২’-এর শুটিং শুরু করছেন শিবপ্রসাদ। সোমবার রাতে তারই প্রথম ঝলক দিলেন তিনি। ফেসবুকে লাল্টু বেশে নিজের ছবি পোস্ট করে লিখলেন, ‘তৃতীয়বার লাল্টু। পদবি ও পেশায় চমক রইল। কাল (আজ) থেকে শুটিং শুরু। আশীর্বাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সবার জন্য রইল অনেক হামি।’
‘হামি ২’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল গত বছরের মার্চে। কিন্তু করোনার কারণে শুটিং পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন নির্মাতা জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
জানা গেছে, ছবিটির আগের পর্ব অর্থাৎ ‘হামি’র সব অভিনয়শিল্পীই থাকছেন ‘হামি ২’-তে। তবে গল্প, চরিত্র ও লুকে অনেকটাই বদল আসবে। সিক্যুয়েলে একঝাঁক নতুন মুখও যোগ দেবেন। শুটিং শুরু হওয়ার আগেই ছবির তিনটি গান তৈরি হয়ে গেছে এরই মধ্যে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
৭ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
৭ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
৭ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
৮ ঘণ্টা আগে