Ajker Patrika

ফের বিয়ে করলেন অভিনেত্রী সুজানা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২০: ১৭
অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। ছবি: সংগৃহীত
অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। ছবি: সংগৃহীত

এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সুজানা জাফর। ২০১৪ সালে ভালোবেসে ঘর বাধেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে। তবে সে সম্পর্ক দীর্ঘায়ত হয়নি। ২০১৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর শোবিজ প্রাঙ্গণ থেকে নিজেকে গুটিয়ে নেন সুজানা। ৯ বছর পর ফের বিয়ে করলেন এই অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সুজানা। সেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।’ ওই ভিডিওতে স্বামীর সঙ্গে এক ঝলক দেখা যায় তাঁকে। এ-ও দেখা যায় তাঁদের অনামিকা আঙুলে আংটি।

ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া এ ভিডিওতে লাইক পড়েছে ৫ হাজার ২৪০টি, মন্তব্য পড়েছে ৩২২টি। ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তবে সুজানার স্বামীর পরিচয় জানা যায়নি।

সুজানার নিজের ফ্যাশন হাউসের ব্যবসা রয়েছে। তিনি ইদানীং দুবাইয়ে থাকছেন। কারণ সুজানা বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক। দুবাই থেকেই তার সুজানা’স ক্লোজেটের জন্য সামগ্রী নিয়ে আসেন দেশে। তবে তিনি নিজেও পোশাক ডিজাইন করেন।

স্বামীর সঙ্গে সুজানা জাফর। ছবি: ইনস্টাগ্রাম
স্বামীর সঙ্গে সুজানা জাফর। ছবি: ইনস্টাগ্রাম

এর আগে ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। সেই বিয়ে স্থায়ীত্ব হয় মাত্র চার মাস। এরপর চার বছর প্রেম করেন সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে। ২০১৪ সালে হৃদয় খানের সঙ্গে ঘরোয়াভাবে বিয়ে করেন। তবে পর সংসার শুরুর তিন মাসের মাথায় তাঁদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত