ভয়াবহ আকার ধারণ করছে দেশের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। অনেকেই নেমে গেছেন প্রয়োজনীয় সহযোগিতার সংস্থানে। কেউ কেউ পৌঁছে গেছেন বন্যাদুর্গত এলাকায়।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুই দিন ধরেই সোচ্চার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল ফেসবুকে ফারুকী লেখেন, ‘মনে করেন, আমরা যুদ্ধে আছি। তাহলে কী করতাম? সবাই মিলে ঝাঁপাইয়া পড়তাম। তাহলে চলেন এখনো তা-ই করি। নৌ-সেনা-বিমানবাহিনীর ভাই-বোনেরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান, যা কিছু আছে, তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে-দূরে যেখানে যত স্পিডবোট, ইঞ্জিনের নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস।’
সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, ‘পাম্পের মালিক বলছে, উদ্ধারকাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি; অপারেটর বলছে, নেট ফ্রি; শুকনা জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে, থাকা ফ্রি; সাধারণ মানুষ বলছে, খাবার ভাগ করে খাব। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। ৩৬ জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারী দানবের বিদায়ের পর এই রাজনৈতিক বন্যাও মোকাবিলা করা হবে। সাময়িক বিপর্যয়ও কেটে যাবে, তারপর ভেসে উঠবে ক্লেদমুক্ত নতুন বাংলাদেশ। সেনা-ছাত্র-জনতা—গড়ে তুলেছে একতা। এবারের সংগ্রাম, সার্বভৌমত্বের সংগ্রাম। ধর্মবর্ণ–নির্বিশেষে হাতে হাতে রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম।’
বন্যাদুর্গত এলাকার মানুষেরা যেন সাহায্য নিতে পারে, এমন কিছু নম্বর ও তথ্য শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’
নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘বন্যার এই বিপদে আমাদের একে অন্যের পাশেই থাকতে হবে। আমরা বাংলাদেশিরা অনেক শক্তিশালী, এটি অলরেডি আমরা প্রুভ করেছি। সো লেটস প্রুভ ইট অ্যাগেইন। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালীবাসীর জন্য এগিয়ে আসুন।’
নির্মাতা অমিতাভ রেজা লিখেছেন, ‘নির্লজ্জের মতো এখনই সব দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এ রকম বন্যা দেখে নাই বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, বর্তমান সরকারকে সাহায্য করেন।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি পোস্ট কার্ড শেয়ার করে লিখেছেন, ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছে। সেই অর্থ নিয়ে প্লাবিত এলাকায় ছুটে যাচ্ছে। আমরা আশা করি, সবাই যার যার সামর্থ্য মোতাবেক তাদের পাশে দাঁড়াবেন।’ একই পোস্ট শেয়ার করেছেন জয়া আহসান, জাকিয়া বারী, কোনালসহ আরও অনেকে।
এ ছাড়া আলাদা আলাদা পোস্ট দিয়েছেন শাবনূর, প্রিন্স মাহমুদ, অপূর্ব, বুবলী, অপু বিশ্বাস, জিয়াউল রোশান, অনন্য মামুন, আরিফিন শুভ, নাজিয়া হক অর্ষা, রায়হান রাফী, ইরফান সাজ্জাদ, ইমরান মাহমুদুল প্রমুখ।
এরই মধ্যে বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে বন্যাদুর্গত এলাকায় ছুটে গেছেন খিজির হায়াত খান, আরশ খান, তাসনুভা তিশা, জোনায়েদ ইভান, তাসরিফ খানসহ অনেকে।
ভয়াবহ আকার ধারণ করছে দেশের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ও পানি ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন পরিস্থিতিতে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। অনেকেই নেমে গেছেন প্রয়োজনীয় সহযোগিতার সংস্থানে। কেউ কেউ পৌঁছে গেছেন বন্যাদুর্গত এলাকায়।
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুই দিন ধরেই সোচ্চার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল ফেসবুকে ফারুকী লেখেন, ‘মনে করেন, আমরা যুদ্ধে আছি। তাহলে কী করতাম? সবাই মিলে ঝাঁপাইয়া পড়তাম। তাহলে চলেন এখনো তা-ই করি। নৌ-সেনা-বিমানবাহিনীর ভাই-বোনেরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান, যা কিছু আছে, তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে-দূরে যেখানে যত স্পিডবোট, ইঞ্জিনের নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস।’
সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, ‘পাম্পের মালিক বলছে, উদ্ধারকাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি; অপারেটর বলছে, নেট ফ্রি; শুকনা জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে, থাকা ফ্রি; সাধারণ মানুষ বলছে, খাবার ভাগ করে খাব। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। ৩৬ জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারী দানবের বিদায়ের পর এই রাজনৈতিক বন্যাও মোকাবিলা করা হবে। সাময়িক বিপর্যয়ও কেটে যাবে, তারপর ভেসে উঠবে ক্লেদমুক্ত নতুন বাংলাদেশ। সেনা-ছাত্র-জনতা—গড়ে তুলেছে একতা। এবারের সংগ্রাম, সার্বভৌমত্বের সংগ্রাম। ধর্মবর্ণ–নির্বিশেষে হাতে হাতে রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম।’
বন্যাদুর্গত এলাকার মানুষেরা যেন সাহায্য নিতে পারে, এমন কিছু নম্বর ও তথ্য শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আসুন, আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।’
নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘বন্যার এই বিপদে আমাদের একে অন্যের পাশেই থাকতে হবে। আমরা বাংলাদেশিরা অনেক শক্তিশালী, এটি অলরেডি আমরা প্রুভ করেছি। সো লেটস প্রুভ ইট অ্যাগেইন। ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালীবাসীর জন্য এগিয়ে আসুন।’
নির্মাতা অমিতাভ রেজা লিখেছেন, ‘নির্লজ্জের মতো এখনই সব দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এ রকম বন্যা দেখে নাই বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, বর্তমান সরকারকে সাহায্য করেন।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি পোস্ট কার্ড শেয়ার করে লিখেছেন, ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহ করছে। সেই অর্থ নিয়ে প্লাবিত এলাকায় ছুটে যাচ্ছে। আমরা আশা করি, সবাই যার যার সামর্থ্য মোতাবেক তাদের পাশে দাঁড়াবেন।’ একই পোস্ট শেয়ার করেছেন জয়া আহসান, জাকিয়া বারী, কোনালসহ আরও অনেকে।
এ ছাড়া আলাদা আলাদা পোস্ট দিয়েছেন শাবনূর, প্রিন্স মাহমুদ, অপূর্ব, বুবলী, অপু বিশ্বাস, জিয়াউল রোশান, অনন্য মামুন, আরিফিন শুভ, নাজিয়া হক অর্ষা, রায়হান রাফী, ইরফান সাজ্জাদ, ইমরান মাহমুদুল প্রমুখ।
এরই মধ্যে বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে বন্যাদুর্গত এলাকায় ছুটে গেছেন খিজির হায়াত খান, আরশ খান, তাসনুভা তিশা, জোনায়েদ ইভান, তাসরিফ খানসহ অনেকে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১৩ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে