বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদ! হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন চলছিল কিছুদিন ধরে। অবশেষে সেটাই সত্যি হলো। ভ্যারাইটি জানিয়েছে, ২০ আগস্ট তাঁদের বিবাহবার্ষিকীর দিনে লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার লোপেজ। তাতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল থেকে আলাদা থাকছেন তাঁরা।
অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। তাঁরা প্রথম কাছাকাছি আসেন ২০০২ সালের মাঝামাঝি সময়ে। নভেম্বরে বাগদানও হয়েছিল তাঁদের। ওই সময় তাঁদের প্রেম নিয়ে সংবাদপত্রে মুখরোচক খবর প্রকাশ হতো। এক ম্যাগাজিন তাঁদেরকে ‘বেনিফার’ সম্বোধনের পর এ নামেই পরিচিতি পান বেন ও জেনিফার। দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা। ২০০৩ সালে মুক্তি পায় ‘গিগলি’, পরের বছর আসে ‘জার্সি গার্ল’। এরপর আচমকা ছন্দপতন। বাগদান বাতিল করেন বেন ও জেনিফার। আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ।
বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাঁদের তিন সন্তান। কারও সম্পর্কই টেকেনি। জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বেন। কিন্তু ভাগ্য লেখা ছিল অন্য কিছু। প্রায় দুই দশক পর সম্পর্ক জোড়া লাগে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
২০২২ সালে বাগদান সারেন দুজন। তারপর লাস ভেগাসে বিয়ে। জর্জিয়ায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। এরপর দুই বছরও একত্রে শান্তিতে কাটল না। অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একটা সময়ের পর ক্যামেরার সামনে আর একসঙ্গে পোজ দিতেন না। টিএমজেডের খবরে বলা হয়, বেনের সঙ্গে আর্থিক বিরোধের জেরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার।
এক বছর আগে বেভারলি হিলসে ৬ কোটি ৮০ লাখ ডলারের বাড়িটি কিনেছিলেন তাঁরা একসঙ্গে থাকবেন বলে। সেটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বেন অ্যাফ্লেক কিছুদিন আগে সাবেক স্ত্রী জেনিফার গার্নার ও বাচ্চাদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদ্যাপন করেছেন, কিন্তু যাননি জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে।
বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদ! হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন চলছিল কিছুদিন ধরে। অবশেষে সেটাই সত্যি হলো। ভ্যারাইটি জানিয়েছে, ২০ আগস্ট তাঁদের বিবাহবার্ষিকীর দিনে লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার লোপেজ। তাতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল থেকে আলাদা থাকছেন তাঁরা।
অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। তাঁরা প্রথম কাছাকাছি আসেন ২০০২ সালের মাঝামাঝি সময়ে। নভেম্বরে বাগদানও হয়েছিল তাঁদের। ওই সময় তাঁদের প্রেম নিয়ে সংবাদপত্রে মুখরোচক খবর প্রকাশ হতো। এক ম্যাগাজিন তাঁদেরকে ‘বেনিফার’ সম্বোধনের পর এ নামেই পরিচিতি পান বেন ও জেনিফার। দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা। ২০০৩ সালে মুক্তি পায় ‘গিগলি’, পরের বছর আসে ‘জার্সি গার্ল’। এরপর আচমকা ছন্দপতন। বাগদান বাতিল করেন বেন ও জেনিফার। আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ।
বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাঁদের তিন সন্তান। কারও সম্পর্কই টেকেনি। জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বেন। কিন্তু ভাগ্য লেখা ছিল অন্য কিছু। প্রায় দুই দশক পর সম্পর্ক জোড়া লাগে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
২০২২ সালে বাগদান সারেন দুজন। তারপর লাস ভেগাসে বিয়ে। জর্জিয়ায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। এরপর দুই বছরও একত্রে শান্তিতে কাটল না। অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একটা সময়ের পর ক্যামেরার সামনে আর একসঙ্গে পোজ দিতেন না। টিএমজেডের খবরে বলা হয়, বেনের সঙ্গে আর্থিক বিরোধের জেরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার।
এক বছর আগে বেভারলি হিলসে ৬ কোটি ৮০ লাখ ডলারের বাড়িটি কিনেছিলেন তাঁরা একসঙ্গে থাকবেন বলে। সেটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বেন অ্যাফ্লেক কিছুদিন আগে সাবেক স্ত্রী জেনিফার গার্নার ও বাচ্চাদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদ্যাপন করেছেন, কিন্তু যাননি জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে