বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদ! হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন চলছিল কিছুদিন ধরে। অবশেষে সেটাই সত্যি হলো। ভ্যারাইটি জানিয়েছে, ২০ আগস্ট তাঁদের বিবাহবার্ষিকীর দিনে লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার লোপেজ। তাতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল থেকে আলাদা থাকছেন তাঁরা।
অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। তাঁরা প্রথম কাছাকাছি আসেন ২০০২ সালের মাঝামাঝি সময়ে। নভেম্বরে বাগদানও হয়েছিল তাঁদের। ওই সময় তাঁদের প্রেম নিয়ে সংবাদপত্রে মুখরোচক খবর প্রকাশ হতো। এক ম্যাগাজিন তাঁদেরকে ‘বেনিফার’ সম্বোধনের পর এ নামেই পরিচিতি পান বেন ও জেনিফার। দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা। ২০০৩ সালে মুক্তি পায় ‘গিগলি’, পরের বছর আসে ‘জার্সি গার্ল’। এরপর আচমকা ছন্দপতন। বাগদান বাতিল করেন বেন ও জেনিফার। আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ।
বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাঁদের তিন সন্তান। কারও সম্পর্কই টেকেনি। জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বেন। কিন্তু ভাগ্য লেখা ছিল অন্য কিছু। প্রায় দুই দশক পর সম্পর্ক জোড়া লাগে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
২০২২ সালে বাগদান সারেন দুজন। তারপর লাস ভেগাসে বিয়ে। জর্জিয়ায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। এরপর দুই বছরও একত্রে শান্তিতে কাটল না। অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একটা সময়ের পর ক্যামেরার সামনে আর একসঙ্গে পোজ দিতেন না। টিএমজেডের খবরে বলা হয়, বেনের সঙ্গে আর্থিক বিরোধের জেরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার।
এক বছর আগে বেভারলি হিলসে ৬ কোটি ৮০ লাখ ডলারের বাড়িটি কিনেছিলেন তাঁরা একসঙ্গে থাকবেন বলে। সেটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বেন অ্যাফ্লেক কিছুদিন আগে সাবেক স্ত্রী জেনিফার গার্নার ও বাচ্চাদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদ্যাপন করেছেন, কিন্তু যাননি জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে।
বিয়ের মাত্র দুই বছরের মাথায় বিচ্ছেদ! হলিউড তারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদের গুঞ্জন চলছিল কিছুদিন ধরে। অবশেষে সেটাই সত্যি হলো। ভ্যারাইটি জানিয়েছে, ২০ আগস্ট তাঁদের বিবাহবার্ষিকীর দিনে লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার লোপেজ। তাতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল থেকে আলাদা থাকছেন তাঁরা।
অনেকটা রূপকথার মতোই ছিল জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক। তাঁরা প্রথম কাছাকাছি আসেন ২০০২ সালের মাঝামাঝি সময়ে। নভেম্বরে বাগদানও হয়েছিল তাঁদের। ওই সময় তাঁদের প্রেম নিয়ে সংবাদপত্রে মুখরোচক খবর প্রকাশ হতো। এক ম্যাগাজিন তাঁদেরকে ‘বেনিফার’ সম্বোধনের পর এ নামেই পরিচিতি পান বেন ও জেনিফার। দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন তাঁরা। ২০০৩ সালে মুক্তি পায় ‘গিগলি’, পরের বছর আসে ‘জার্সি গার্ল’। এরপর আচমকা ছন্দপতন। বাগদান বাতিল করেন বেন ও জেনিফার। আলাদা হয়ে যায় দুজনের দুটি পথ।
বেনের সঙ্গে ব্রেকআপের পর মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। তাঁদের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। তাঁদের তিন সন্তান। কারও সম্পর্কই টেকেনি। জেনিফার আবার অ্যালেক্স রডরিগেজের প্রেমে পড়েন। গার্নারের সঙ্গে বিচ্ছেদের পর আনা দে আরমাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন বেন। কিন্তু ভাগ্য লেখা ছিল অন্য কিছু। প্রায় দুই দশক পর সম্পর্ক জোড়া লাগে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের।
২০২২ সালে বাগদান সারেন দুজন। তারপর লাস ভেগাসে বিয়ে। জর্জিয়ায় বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। এরপর দুই বছরও একত্রে শান্তিতে কাটল না। অল্প সময়েই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। একটা সময়ের পর ক্যামেরার সামনে আর একসঙ্গে পোজ দিতেন না। টিএমজেডের খবরে বলা হয়, বেনের সঙ্গে আর্থিক বিরোধের জেরেই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন জেনিফার।
এক বছর আগে বেভারলি হিলসে ৬ কোটি ৮০ লাখ ডলারের বাড়িটি কিনেছিলেন তাঁরা একসঙ্গে থাকবেন বলে। সেটিও বিক্রি করে দেওয়া হয়েছে। বেন অ্যাফ্লেক কিছুদিন আগে সাবেক স্ত্রী জেনিফার গার্নার ও বাচ্চাদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদ্যাপন করেছেন, কিন্তু যাননি জেনিফার লোপেজের জন্মদিনের পার্টিতে।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩২ মিনিট আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১২ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১ দিন আগে