Ajker Patrika

বছরজুড়ে মাতাবে যে চার হিন্দি সিরিজ

বিনোদন ডেস্ক
‘পঞ্চায়েত’ সিরিজের দৃশ্য।	ছবি: সংগৃহীত
‘পঞ্চায়েত’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত

গত বছরজুড়েই আলোচনায় ছিল ভারতীয় ওয়েব সিরিজ। নতুন সিরিজের পাশাপাশি এসেছে একাধিক জনপ্রিয় সিরিজের নতুন সিজন। ইতিমধ্যেই আলোচনায় এসেছে ২০২৫ সালে মুক্তি প্রতীক্ষিত বেশ কিছু সিরিজের নাম। এই তালিকায় নতুনের পাশাপাশি রয়েছে পুরোনো সিরিজের নতুন সিজন। এমন কয়েকটি সিরিজের খবর থাকছে এই প্রতিবেদনে।

স্টারডম

স্টারডম ওয়েব সিরিজ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এতে শাহরুখ খান, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল, র‍্যাপার বাদশাহসহ অনেক তারকাকেই দেখা যাবে অতিথি চরিত্রে। বছরের শুরুর দিকেই নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে সিরিজটির।

পঞ্চায়েত ৪

ফুলেরা গ্রাম, সেখানকার কিছু মানুষ আর স্থানীয় পঞ্চায়েত অফিস—এ নিয়েই ‘পঞ্চায়েত’ সিরিজের কাহিনি। হাসি-বেদনা আর বাস্তবতার মিশেলে তৈরি এ সিরিজ পছন্দ করেছেন দর্শক। চলতি বছর প্রাইম ভিডিওতে আসবে সিরিজটির চতুর্থ সিজন। গত বছর মুক্তি পাওয়া তৃতীয় সিজন শেষ হয়েছিল পঞ্চায়েতের নতুন নির্বাচনের আভাস দিয়ে। এবার চতুর্থ সিজনে নতুন চমক দেখা যাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা প্রমুখ।

দ্য ফ্যামিলি ম্যান ৩

২০১৯ সালে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। দুটি সিজনই দর্শকদের মুগ্ধ করেছে। এর পর থেকেই দর্শকের অপেক্ষা ছিল নতুন সিজনের। অবশেষে এ বছর দীপাবলিতে মুক্তি পাবে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের তৃতীয় সিজন। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘শ্রীকান্ত তিওয়ারি’ হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মনোজ বাজপেয়ি।

‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে মনোজ বাজপেয়ি। ছবি: সংগৃহীত
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে মনোজ বাজপেয়ি। ছবি: সংগৃহীত

দ্য নাইট ম্যানেজার ২

এক বছর বিরতি দিয়ে আবার আসছে ‘দ্য নাইট ম্যানেজার’। চলতি বছরের মাঝামাঝি সময়ে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত সিরিজটির দ্বিতীয় সিজন। শান-শৈলেন্দ্র জুটি এবার কোন ষড়যন্ত্র করবে, দর্শকের চোখ থাকবে সেদিকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত