বিনোদন ডেস্ক
গত বছরজুড়েই আলোচনায় ছিল ভারতীয় ওয়েব সিরিজ। নতুন সিরিজের পাশাপাশি এসেছে একাধিক জনপ্রিয় সিরিজের নতুন সিজন। ইতিমধ্যেই আলোচনায় এসেছে ২০২৫ সালে মুক্তি প্রতীক্ষিত বেশ কিছু সিরিজের নাম। এই তালিকায় নতুনের পাশাপাশি রয়েছে পুরোনো সিরিজের নতুন সিজন। এমন কয়েকটি সিরিজের খবর থাকছে এই প্রতিবেদনে।
স্টারডম
স্টারডম ওয়েব সিরিজ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এতে শাহরুখ খান, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল, র্যাপার বাদশাহসহ অনেক তারকাকেই দেখা যাবে অতিথি চরিত্রে। বছরের শুরুর দিকেই নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে সিরিজটির।
পঞ্চায়েত ৪
ফুলেরা গ্রাম, সেখানকার কিছু মানুষ আর স্থানীয় পঞ্চায়েত অফিস—এ নিয়েই ‘পঞ্চায়েত’ সিরিজের কাহিনি। হাসি-বেদনা আর বাস্তবতার মিশেলে তৈরি এ সিরিজ পছন্দ করেছেন দর্শক। চলতি বছর প্রাইম ভিডিওতে আসবে সিরিজটির চতুর্থ সিজন। গত বছর মুক্তি পাওয়া তৃতীয় সিজন শেষ হয়েছিল পঞ্চায়েতের নতুন নির্বাচনের আভাস দিয়ে। এবার চতুর্থ সিজনে নতুন চমক দেখা যাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা প্রমুখ।
দ্য ফ্যামিলি ম্যান ৩
২০১৯ সালে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। দুটি সিজনই দর্শকদের মুগ্ধ করেছে। এর পর থেকেই দর্শকের অপেক্ষা ছিল নতুন সিজনের। অবশেষে এ বছর দীপাবলিতে মুক্তি পাবে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের তৃতীয় সিজন। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘শ্রীকান্ত তিওয়ারি’ হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মনোজ বাজপেয়ি।
দ্য নাইট ম্যানেজার ২
এক বছর বিরতি দিয়ে আবার আসছে ‘দ্য নাইট ম্যানেজার’। চলতি বছরের মাঝামাঝি সময়ে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত সিরিজটির দ্বিতীয় সিজন। শান-শৈলেন্দ্র জুটি এবার কোন ষড়যন্ত্র করবে, দর্শকের চোখ থাকবে সেদিকেই।
গত বছরজুড়েই আলোচনায় ছিল ভারতীয় ওয়েব সিরিজ। নতুন সিরিজের পাশাপাশি এসেছে একাধিক জনপ্রিয় সিরিজের নতুন সিজন। ইতিমধ্যেই আলোচনায় এসেছে ২০২৫ সালে মুক্তি প্রতীক্ষিত বেশ কিছু সিরিজের নাম। এই তালিকায় নতুনের পাশাপাশি রয়েছে পুরোনো সিরিজের নতুন সিজন। এমন কয়েকটি সিরিজের খবর থাকছে এই প্রতিবেদনে।
স্টারডম
স্টারডম ওয়েব সিরিজ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। এতে শাহরুখ খান, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল, র্যাপার বাদশাহসহ অনেক তারকাকেই দেখা যাবে অতিথি চরিত্রে। বছরের শুরুর দিকেই নেটফ্লিক্সে মুক্তির কথা রয়েছে সিরিজটির।
পঞ্চায়েত ৪
ফুলেরা গ্রাম, সেখানকার কিছু মানুষ আর স্থানীয় পঞ্চায়েত অফিস—এ নিয়েই ‘পঞ্চায়েত’ সিরিজের কাহিনি। হাসি-বেদনা আর বাস্তবতার মিশেলে তৈরি এ সিরিজ পছন্দ করেছেন দর্শক। চলতি বছর প্রাইম ভিডিওতে আসবে সিরিজটির চতুর্থ সিজন। গত বছর মুক্তি পাওয়া তৃতীয় সিজন শেষ হয়েছিল পঞ্চায়েতের নতুন নির্বাচনের আভাস দিয়ে। এবার চতুর্থ সিজনে নতুন চমক দেখা যাবে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা প্রমুখ।
দ্য ফ্যামিলি ম্যান ৩
২০১৯ সালে আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান’। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। দুটি সিজনই দর্শকদের মুগ্ধ করেছে। এর পর থেকেই দর্শকের অপেক্ষা ছিল নতুন সিজনের। অবশেষে এ বছর দীপাবলিতে মুক্তি পাবে দ্য ফ্যামিলি ম্যান সিরিজের তৃতীয় সিজন। এই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘শ্রীকান্ত তিওয়ারি’ হিসেবে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন মনোজ বাজপেয়ি।
দ্য নাইট ম্যানেজার ২
এক বছর বিরতি দিয়ে আবার আসছে ‘দ্য নাইট ম্যানেজার’। চলতি বছরের মাঝামাঝি সময়ে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুর অভিনীত সিরিজটির দ্বিতীয় সিজন। শান-শৈলেন্দ্র জুটি এবার কোন ষড়যন্ত্র করবে, দর্শকের চোখ থাকবে সেদিকেই।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৯ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৯ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৯ ঘণ্টা আগে