Ajker Patrika

‘লক আপ’ নিয়ে আবারও আলোচনায় কঙ্গনা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪০
‘লক আপ’ নিয়ে আবারও আলোচনায় কঙ্গনা

চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার নতুন করে আলোচনায় তিনি। ওটিটি প্ল্যাটফর্মে ‘লক আপ’ নামের একটি রিয়ালিটি শো আসছে; যার সঞ্চালক হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। শুক্রবার প্রকাশ পেয়েছে লক আপ-এর টিজার। এতে জেলারের অবতারে দেখা দিয়েছেন বলিউডের কুইনখ্যাত কঙ্গনা। আপকামিং রিয়ালিটি শোতেও যে তিনি তাঁর অদম্য স্বভাব ধরে রাখবেন, তা বলা বাহুল্য। 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এরই মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শো নিয়ে আলোচনার ঝড় উঠেছে। টিজারে কঙ্গনা বলছেন, ‘পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল আমাকে পছন্দ করে, আর অপর দলে রয়েছে বি গ্রেড স্ট্রাগলাররা, যারা আমার নিন্দা করে শিরোনামে থাকতে চায়। যারা আমাকে অপছন্দ করে, তারা আমার কণ্ঠরোধ করার জন্য এফআইআর পর্যন্ত করেছিল। নেপোটিজমের ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করেছে তারা। আমার জীবনকে রিয়ালিটি শোতে বদলে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমার পালা!’

জানা গেছে, অনেকটা সালমান খানের ‘বিগ বস’-এর আদলে করা হয়েছে লক আপ। তবে চমক থাকছে অনেক। টিজারে কঙ্গনা জানিয়েছেন, ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে শোতে দেখা যাবে।

কারা এই শোতে অংশ নিতে চলেছেন, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কানাঘুষায় শোনা যাচ্ছে, শেহনাজ গিল, আদিত্য সিং রাজপুত, আনুস্কা সেন, উরফি জাভেদ, মল্লিকা শেরাওয়াত, পুনম পান্ডে ও চেতন ভগতের মতো আলোচিত-সমালোচিত সেলিব্রিটিকে দেখা যাবে শোতে। 

লক আপ প্রযোজনা করছেন একতা কাপুর। ২৭ ফেব্রুয়ারি থেকে অল্টবালাজি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে এই শো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত