ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ছয় প্রতিযোগী। এমন অভিযোগের পর নড়েচড়ে বসে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। গত সপ্তাহের এ ঘটনায় মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য। তাই বিষয়টি খতিয়ে দেখছে তারা।
অভিযোগের বিষয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে মিস ইউনিভার্স, বিবিসি জানিয়েছে ইন্দোনেশিয়ান ফ্র্যাঞ্চাইজির সকল কার্যক্রম বাতিল করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন।
শুধু ইন্দোনেশিয়া নয়, মিস ইউনিভার্স জানিয়েছে, একই ফ্র্যাঞ্চাইজির হাতে মালয়েশিয়ার প্রতিযোগিতার দায়িত্বভার থাকায় সেখানেও প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
মিস ইউনিভার্স বিবৃতিতে জানিয়েছে, ‘এটা স্পষ্ট যে, মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া আমাদের ব্র্যান্ডের মান, নীতিশাস্ত্র বা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
এদিকে ইন্দোনেশিয়ার ফ্র্যাঞ্চাইজির পরিচালক পপি ক্যাপেলা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় দায়িত্বশীল কাউকে শরীর পরীক্ষার মাধ্যমে সহিংসতা বা যৌন হয়রানি করার আদেশ, অনুরোধ কিংবা অনুমতি আমি কখনো দিইনি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে’।
এদিকে চলতি বছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ডের মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তাঁর অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মিস ইউনিভার্স।
উল্লেখ্য, বর্তমানে এই অভিযোগের তদন্ত করছে জাকার্তা পুলিশ। শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।
ইন্দোনেশিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে যৌন হয়রানির শিকার হন ছয় প্রতিযোগী। এমন অভিযোগের পর নড়েচড়ে বসে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। গত সপ্তাহের এ ঘটনায় মিস ইউনিভার্স আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মিস ইউনিভার্সের মঞ্চ যাতে মেয়েদের জন্য সুরক্ষিত হয়, সেটা সুনিশ্চিত করা তাদের সবচেয়ে বড় দায়িত্ব ও লক্ষ্য। তাই বিষয়টি খতিয়ে দেখছে তারা।
অভিযোগের বিষয়ে এবার সিদ্ধান্ত নিয়েছে মিস ইউনিভার্স, বিবিসি জানিয়েছে ইন্দোনেশিয়ান ফ্র্যাঞ্চাইজির সকল কার্যক্রম বাতিল করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিস ইউনিভার্স অর্গানাইজেশন।
শুধু ইন্দোনেশিয়া নয়, মিস ইউনিভার্স জানিয়েছে, একই ফ্র্যাঞ্চাইজির হাতে মালয়েশিয়ার প্রতিযোগিতার দায়িত্বভার থাকায় সেখানেও প্রতিযোগিতা বাতিল করা হয়েছে।
মিস ইউনিভার্স বিবৃতিতে জানিয়েছে, ‘এটা স্পষ্ট যে, মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া আমাদের ব্র্যান্ডের মান, নীতিশাস্ত্র বা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
এদিকে ইন্দোনেশিয়ার ফ্র্যাঞ্চাইজির পরিচালক পপি ক্যাপেলা তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় দায়িত্বশীল কাউকে শরীর পরীক্ষার মাধ্যমে সহিংসতা বা যৌন হয়রানি করার আদেশ, অনুরোধ কিংবা অনুমতি আমি কখনো দিইনি।’
তিনি আরও লিখেছেন, ‘আমি যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে’।
এদিকে চলতি বছর জাকার্তার মেয়ে ফ্যাবিন্নে নিকোল গ্রোএনইভেন্ডের মাথায় উঠেছে মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া ২০২৩-এর মুকুট। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স প্রতিযোগিতা। তাঁর অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন মিস ইউনিভার্স।
উল্লেখ্য, বর্তমানে এই অভিযোগের তদন্ত করছে জাকার্তা পুলিশ। শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে