Ajker Patrika

শতাধিক শিল্পী নিয়ে ঢাকায় কোক স্টুডিও বাংলা কনসার্ট

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮: ৪৮
শতাধিক শিল্পী নিয়ে ঢাকায় কোক স্টুডিও বাংলা কনসার্ট

১০ নভেম্বর দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে কোক স্টুডিও বাংলা কনসার্ট। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গান গেয়ে শ্রোতাদের মাতাবেন শতাধিক শিল্পী। ‘নাসেক নাসেক’-এর ছন্দ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’র জাদুকরি সুরে মেতে উঠবেন গানপাগল শ্রোতারা। এমনটাই প্রত্যাশা আয়োজকদের। এবার লাইনআপে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতুরাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, মেঘদল, জহুরা বাউল, সোহানা, মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার এবং হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা।

উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। থাকছে ব্যান্ড হাতিরপুল সেশনস ও লালন। 
কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে ১টা ৩০ মিনিটে। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এই সময়ে উপস্থিত দর্শকদের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন বলেন, ‘সারা বাংলাদেশে কোক স্টুডিও বাংলা এখন খুবই জনপ্রিয়। কোক স্টুডিও বাংলার ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল প্রস্তুত আছে। আমাদের বিশ্বাস, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।’
গত বছরের ৯ জুন রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল কোক স্টুডিও বাংলা কনসার্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত