২০২৫ সালের আগে আর দেখা হবে না ইথান হান্টের সঙ্গে। মিশন: ইম্পসিবল সিরিজের এই দুর্ধর্ষ এজেন্টের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২৩ মে পর্যন্ত। আগামী বছরের ২৮ জুন মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন: ইম্পসিবল ৮’। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে শেষ করা যায়নি মিশন: ইম্পসিবল ৮-এর কাজ। তাই মুক্তি পেছানো হয়েছে।
ক্রিস্টোফার ম্যাককারির পরিচালনায় এ সিরিজের সপ্তম পর্ব ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল এ বছরের ১২ জুলাই। তার আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে টম ক্রুজ ব্যাপক সাফল্য পেলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং। এবার টম ক্রুজ তাই একটু বেশিই সতর্ক। ভালোভাবে কাজ শেষ করে তবেই পর্দায় আনতে চান ইথান হান্টের মিশনকে। তাই সিনেমাটির মুক্তি এক বছর পিছিয়ে দিলেন টম ক্রুজ, যিনি এ সিনেমার অন্যতম প্রযোজকও।
শুধু মিশন: ইম্পসিবল ৮ নয়, আরও দুটি সিনেমার মুক্তির তারিখ পেছানোর ঘোষণা এসেছে। হরর সিনেমা ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ মুক্তির কথা ছিল আগামী বছরের ৮ মার্চ, পিছিয়ে সেটা নেওয়া হয়েছে জুন মাসের ২৮ তারিখে। অন্যদিকে অ্যানিমেশন সিনেমা ‘স্পঞ্জবব স্কয়ার প্যান্টস’-এর মুক্তির কথা ছিল ২০২৫ সালের ১৯ মে, সেটা পিছিয়ে নেওয়া হয়েছে ওই বছরের ১৯ ডিসেম্বরে। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শিল্পীদের সঙ্গে স্টুডিওগুলো শিগগির আপসে আসতে না পারলে আরও কিছু সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে। থমকে যেতে পারে অনেক সিনেমার নির্মাণকাজ।
বিভিন্ন দাবিতে হলিউডের অভিনয়শিল্পীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বন্ধ করে দিয়েছেন কাজ। শিল্পীদের কর্মবিরতির ১০২ দিন পার হয়েছে। গতকাল ভ্যারাইটি জানিয়েছে, এ সপ্তাহে নতুন প্রস্তাবনা নিয়ে অভিনয়শিল্পীদের সংগঠন এএজি-আফট্রার নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে হলিউডের স্টুডিওগুলো।
২০২৫ সালের আগে আর দেখা হবে না ইথান হান্টের সঙ্গে। মিশন: ইম্পসিবল সিরিজের এই দুর্ধর্ষ এজেন্টের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২৩ মে পর্যন্ত। আগামী বছরের ২৮ জুন মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন: ইম্পসিবল ৮’। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে শেষ করা যায়নি মিশন: ইম্পসিবল ৮-এর কাজ। তাই মুক্তি পেছানো হয়েছে।
ক্রিস্টোফার ম্যাককারির পরিচালনায় এ সিরিজের সপ্তম পর্ব ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল এ বছরের ১২ জুলাই। তার আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে টম ক্রুজ ব্যাপক সাফল্য পেলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং। এবার টম ক্রুজ তাই একটু বেশিই সতর্ক। ভালোভাবে কাজ শেষ করে তবেই পর্দায় আনতে চান ইথান হান্টের মিশনকে। তাই সিনেমাটির মুক্তি এক বছর পিছিয়ে দিলেন টম ক্রুজ, যিনি এ সিনেমার অন্যতম প্রযোজকও।
শুধু মিশন: ইম্পসিবল ৮ নয়, আরও দুটি সিনেমার মুক্তির তারিখ পেছানোর ঘোষণা এসেছে। হরর সিনেমা ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ মুক্তির কথা ছিল আগামী বছরের ৮ মার্চ, পিছিয়ে সেটা নেওয়া হয়েছে জুন মাসের ২৮ তারিখে। অন্যদিকে অ্যানিমেশন সিনেমা ‘স্পঞ্জবব স্কয়ার প্যান্টস’-এর মুক্তির কথা ছিল ২০২৫ সালের ১৯ মে, সেটা পিছিয়ে নেওয়া হয়েছে ওই বছরের ১৯ ডিসেম্বরে। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শিল্পীদের সঙ্গে স্টুডিওগুলো শিগগির আপসে আসতে না পারলে আরও কিছু সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে। থমকে যেতে পারে অনেক সিনেমার নির্মাণকাজ।
বিভিন্ন দাবিতে হলিউডের অভিনয়শিল্পীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বন্ধ করে দিয়েছেন কাজ। শিল্পীদের কর্মবিরতির ১০২ দিন পার হয়েছে। গতকাল ভ্যারাইটি জানিয়েছে, এ সপ্তাহে নতুন প্রস্তাবনা নিয়ে অভিনয়শিল্পীদের সংগঠন এএজি-আফট্রার নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে হলিউডের স্টুডিওগুলো।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৩৭ মিনিট আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৪০ মিনিট আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
১ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
১ ঘণ্টা আগে