শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বিশেষ আয়োজন সাজায় দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের শেষ দিনে টেলিভিশনগুলো সেজেছে বিশেষ আয়োজনে। নির্বাচিত অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদন।
বিটিভি
বিকেল ৩টা ৩০ মিনিটে রয়েছে পূজার বিশেষ অনুষ্ঠান মা দশভুজা। অনুষ্ঠানে নাট্যাংশ, গান ও নৃত্যের মাধ্যমে একটি সামাজিক প্রেক্ষাপটে দুর্গাপূজার পৌরাণিক মহিমা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ‘মা দশভুজা’ অনুষ্ঠানের নাট্যাংশে অংশ নিয়েছেন তাপস সরকার, সন্দীপ রায় বাপ্পা, চঞ্চল সৈকত, জয়ন্ত গাঙ্গুলী, শিশুশিল্পী আরাধ্যা স্তুতি প্রমুখ। সংগীত পরিচালনা নবীন কিশোর গৌতম। রচনায় শ্যামল দত্ত, প্রযোজনা ইয়াসমিন আক্তার। রাত ১০টার ইংরেজি সংবাদের পর রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান শারদ আনন্দ। গান, নাচ, ফ্যাশন শো, গেম শো, আরতি নৃত্যসহ নানা আঙ্গিকে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। রয়েছে পূজা সেনগুপ্ত ও চিত্রনায়িকা দিঘীর নৃত্য পরিবেশনা, শুভ্র দেবের গান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিপন মিত্র ও পূর্ণিমা বৃষ্টি।
আর টিভি
সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২। অভিনয়ে বাপ্পি চৌধুরী, অপু বিশ্বাস প্রমুখ। রাত ৮টায় নাটক ইচ্ছা। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে নাটক জাগরণী। পার্বতীপুর গ্রামের নরসুন্দর নিরঞ্জন চুল কাটার চেয়ে ইদানীং বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় বেশি মনোযোগী। একদিন জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুরা মারামারি করে নিরঞ্জনের কোমর ভেঙে দেয়। এ অবস্থায় তার চিকিৎসা আর সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। অগত্যা স্ত্রী দুর্গা দোকানের দায়িত্ব নেয়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পাপ্পু রাজ। পরিচালনায় সুব্রত সঞ্জীব। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
বেলা ২টা ৪৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র রাজলক্ষ্মী শ্রীকান্ত। অভিনয়ে রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক বিসর্জন। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, অর্চিতা স্পর্শিয়া, তানভীর প্রমুখ। দুরন্ত টিভি বেলা ২টা ও রাত ৯টায় রয়েছে দুর্গাপূজার বিশেষ ধারাবাহিক হৈ হৈ হল্লা - সিজন ২-এর শেষ পর্ব। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি প্রমুখ। বেলা ১টা ৩০ মিনিটে রয়েছে গানের অনুষ্ঠান রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়। সন্ধ্যা ৬টায় রয়েছে বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান শুভ বিজয়া এবং ৭টা ৩০ মিনিটে রয়েছে আলোয় ভুবন ভরা।
এনটিভি
বেলা ১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান আনন্দ এল আজ দ্বারে। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে অংশ নিয়েছেন শখ, সোহেল, লাবন্য, মীম, সিনথিয়া, শাওন, উপমা। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক তোমাকে পেয়ে গেলে। নাটকটি রচনা করেছেন নাসির খান, পরিচালনায় রুবেল আনুশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, আব্দুল্লাহ রানা, মিলি বাশার প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বিশেষ আয়োজন সাজায় দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। উৎসবের শেষ দিনে টেলিভিশনগুলো সেজেছে বিশেষ আয়োজনে। নির্বাচিত অনুষ্ঠান নিয়ে এই প্রতিবেদন।
বিটিভি
বিকেল ৩টা ৩০ মিনিটে রয়েছে পূজার বিশেষ অনুষ্ঠান মা দশভুজা। অনুষ্ঠানে নাট্যাংশ, গান ও নৃত্যের মাধ্যমে একটি সামাজিক প্রেক্ষাপটে দুর্গাপূজার পৌরাণিক মহিমা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ‘মা দশভুজা’ অনুষ্ঠানের নাট্যাংশে অংশ নিয়েছেন তাপস সরকার, সন্দীপ রায় বাপ্পা, চঞ্চল সৈকত, জয়ন্ত গাঙ্গুলী, শিশুশিল্পী আরাধ্যা স্তুতি প্রমুখ। সংগীত পরিচালনা নবীন কিশোর গৌতম। রচনায় শ্যামল দত্ত, প্রযোজনা ইয়াসমিন আক্তার। রাত ১০টার ইংরেজি সংবাদের পর রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান শারদ আনন্দ। গান, নাচ, ফ্যাশন শো, গেম শো, আরতি নৃত্যসহ নানা আঙ্গিকে নির্মিত হয়েছে অনুষ্ঠানটি। রয়েছে পূজা সেনগুপ্ত ও চিত্রনায়িকা দিঘীর নৃত্য পরিবেশনা, শুভ্র দেবের গান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিপন মিত্র ও পূর্ণিমা বৃষ্টি।
আর টিভি
সকাল ১০টা ১০ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২। অভিনয়ে বাপ্পি চৌধুরী, অপু বিশ্বাস প্রমুখ। রাত ৮টায় নাটক ইচ্ছা। রচনা ও পরিচালনা প্রীতি দত্ত। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
রাত ১০টা ৩০ মিনিটে নাটক জাগরণী। পার্বতীপুর গ্রামের নরসুন্দর নিরঞ্জন চুল কাটার চেয়ে ইদানীং বন্ধুদের সঙ্গে জুয়া খেলায় বেশি মনোযোগী। একদিন জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুরা মারামারি করে নিরঞ্জনের কোমর ভেঙে দেয়। এ অবস্থায় তার চিকিৎসা আর সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। অগত্যা স্ত্রী দুর্গা দোকানের দায়িত্ব নেয়। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পাপ্পু রাজ। পরিচালনায় সুব্রত সঞ্জীব। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
বেলা ২টা ৪৫ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্র রাজলক্ষ্মী শ্রীকান্ত। অভিনয়ে রাজ্জাক, শাবানা, বুলবুল আহমেদ প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে নাটক বিসর্জন। অভিনয়ে আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, অর্চিতা স্পর্শিয়া, তানভীর প্রমুখ। দুরন্ত টিভি বেলা ২টা ও রাত ৯টায় রয়েছে দুর্গাপূজার বিশেষ ধারাবাহিক হৈ হৈ হল্লা - সিজন ২-এর শেষ পর্ব। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি প্রমুখ। বেলা ১টা ৩০ মিনিটে রয়েছে গানের অনুষ্ঠান রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়। সন্ধ্যা ৬টায় রয়েছে বিজয়া দশমীর বিশেষ অনুষ্ঠান শুভ বিজয়া এবং ৭টা ৩০ মিনিটে রয়েছে আলোয় ভুবন ভরা।
এনটিভি
বেলা ১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান আনন্দ এল আজ দ্বারে। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে অংশ নিয়েছেন শখ, সোহেল, লাবন্য, মীম, সিনথিয়া, শাওন, উপমা। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক তোমাকে পেয়ে গেলে। নাটকটি রচনা করেছেন নাসির খান, পরিচালনায় রুবেল আনুশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, আব্দুল্লাহ রানা, মিলি বাশার প্রমুখ।
২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ ঘণ্টা আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ ঘণ্টা আগেগত বছরের আগস্টে সারা দেশে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, সেই সময় দেশের শোবিজ ইন্ডাস্ট্রিও হয়ে পড়েছিল স্থবির। প্রায় সব মাধ্যমে বন্ধ ছিল শুটিং। অনেকটা সাহস নিয়ে ‘ফ্যাঁকড়া’ নামের ওয়েব সিরিজের শুটিং শুরু করেন আসিফ চৌধুরী। নান বাধা পেরিয়ে শেষ করেন শুটিং। এবার সিরিজটি মুক্তির পালা।
২ ঘণ্টা আগে১৫ বছর আগে বলিউডে একটি অধ্যায় শুরু হয়েছিল। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পায় ‘হাউসফুল’। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এর পর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
২ ঘণ্টা আগে