কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
কদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একদল বেপরোয়া শিক্ষার্থীর পিটুনিতে মারা গেছেন তোফাজ্জল হোসেন। সেই ঘটনা হতবাক করেছে সবাইকে। ইতিমধ্যে জড়িতরা গ্রেপ্তার হয়েছেন। তোফাজ্জল হোসেনের সেই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক। পরিচালনা করছেন খলিলুর রহমান কচি। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’খ্যাত ইমরান। এরই মধ্যে নাটকের শুটিং শেষ হয়েছে। শুটিং হয়েছে রাজধানীর আফতাব নগরে। এখন চলছে সম্পাদনাসহ পোস্ট প্রোডাকশনের কাজ। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বাদল, এরশাদ মণ্ডল, শান্তা পাল, মিরাজ প্রমুখ।
এ বিষয়ে ইমরান বলেন, ‘তোফাজ্জলের ঘটনা তো সবারই জানা। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষেরা খুন করে ফেলল! ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ।’
এই নাটকে তোফাজ্জল সম্পর্কে কতটা জানা যাবে তাও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘তোফাজ্জল গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষিত ছেলে। কিন্তু পারিবারিক বিভিন্ন ঘটনায় তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে যান। ঘটনা বর্ণনায় এসব জানা যাবে। তবে ওই রাতের ঘটনাই নাটকের মূল কেন্দ্রবিন্দু। আসলে, আমরা এমনভাবে আর কোনো তোফাজ্জলকে হারাতে চাই না। আমরা এই ঘটনার বিচার চাই।’
ইমরান জানিয়েছেন, আজ সন্ধ্যায় নাটকটির ‘জন্ম নিয়ে করেছি ভুল’ শিরোনামের একটি গান প্রকাশিত হবে ইমরান হা-শো নামের ইউটিউব চ্যানেলে। গানটি লেখা ও সুর করার পাশাপাশি গেয়েছেন সুজন হোসেন। সংগীত আয়োজন করেছেন শামজ শামীম। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার একই ইউটিউব চ্যানেল মুক্তি পাবে ‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকটি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
২৭ মিনিট আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৮ ঘণ্টা আগে