বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন। তবে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন ফারহানা হামিদ।
নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘ট্রেলার রিলিজের পর সিনেমার অভিনয়শিল্পী ফারহানা হামিদ বলেন, তাঁর ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে। একজন শিল্পীকে তো আমি বিপন্নে ফেলতে পারি না। আমার নৈতিক দায়িত্ব তাঁকে রক্ষা করা। এ কারণে ট্রেলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে ফারহানা হামিদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। ফারহানা হামিদ বলেন, ‘ব্যাপারটি আসলে হুমকি নয়। কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন ট্রেলার আমার জন্য বিপজ্জনক হতে পারে। কনসার্নের জায়গা থেকে পরিচালককে আমি সেটাই বলেছি।’
ফারহানা আরও বলেন, ‘আমি পরিচালককে বলেছি, ট্রেলারটা যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত। প্লিজ সেভ মি! যদি সত্যি সত্যি হুমকি দেওয়া শুরু হয়! তার আগেই পরিচিত অনেকে বলেছে, আপাতত এভাবে না হলে ভালো হয়। তার মানে এটা নয় যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে মানুষকে উত্তেজিত না করাটাই বেটার। সত্যি বলতে, আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’
অভিনেত্রী অস্বীকার করলেও নির্মাতা তাঁর কথায় অটল। এবাদুর রহমান বলেন, ‘ফারহানা হামিদ আমাকে সরাসরি বলেছেন, ‘‘এবাদ ভাই আমি দেশে থাকতে পারব না, প্লিজ সেভ মি।” আমার কাছে আছে সেই টেক্সট। কনসার্নের জায়গা থেকে তিনি যদি বলে থাকেন, তাহলে আমাকে সেভ মি বলার কারণ কী? যেটা হয় আরকি, যাঁরা দেশে থাকেন বা দেশে কাজকর্ম করতে হয়, তাঁদের মনে হয় সত্যি কথা বলা খুব মুশকিল। প্রতি মুহূর্তে চাপের মধ্যে তাদের গল্প পরিবর্তন হয়ে যায়। আর আমাদের পড়তে হয় অস্বস্তির মধ্যে।’
এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন। তবে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন ফারহানা হামিদ।
নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘ট্রেলার রিলিজের পর সিনেমার অভিনয়শিল্পী ফারহানা হামিদ বলেন, তাঁর ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে। একজন শিল্পীকে তো আমি বিপন্নে ফেলতে পারি না। আমার নৈতিক দায়িত্ব তাঁকে রক্ষা করা। এ কারণে ট্রেলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে ফারহানা হামিদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। ফারহানা হামিদ বলেন, ‘ব্যাপারটি আসলে হুমকি নয়। কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন ট্রেলার আমার জন্য বিপজ্জনক হতে পারে। কনসার্নের জায়গা থেকে পরিচালককে আমি সেটাই বলেছি।’
ফারহানা আরও বলেন, ‘আমি পরিচালককে বলেছি, ট্রেলারটা যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত। প্লিজ সেভ মি! যদি সত্যি সত্যি হুমকি দেওয়া শুরু হয়! তার আগেই পরিচিত অনেকে বলেছে, আপাতত এভাবে না হলে ভালো হয়। তার মানে এটা নয় যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে মানুষকে উত্তেজিত না করাটাই বেটার। সত্যি বলতে, আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’
অভিনেত্রী অস্বীকার করলেও নির্মাতা তাঁর কথায় অটল। এবাদুর রহমান বলেন, ‘ফারহানা হামিদ আমাকে সরাসরি বলেছেন, ‘‘এবাদ ভাই আমি দেশে থাকতে পারব না, প্লিজ সেভ মি।” আমার কাছে আছে সেই টেক্সট। কনসার্নের জায়গা থেকে তিনি যদি বলে থাকেন, তাহলে আমাকে সেভ মি বলার কারণ কী? যেটা হয় আরকি, যাঁরা দেশে থাকেন বা দেশে কাজকর্ম করতে হয়, তাঁদের মনে হয় সত্যি কথা বলা খুব মুশকিল। প্রতি মুহূর্তে চাপের মধ্যে তাদের গল্প পরিবর্তন হয়ে যায়। আর আমাদের পড়তে হয় অস্বস্তির মধ্যে।’
সেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৫ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৫ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৫ ঘণ্টা আগে