Ajker Patrika

মামা-ভাগনের নতুন গান ‘তুমি আজ নেই বলে’

মামা-ভাগনের নতুন গান ‘তুমি আজ নেই বলে’

রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’

দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’

গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’

রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত