রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।
রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।
ঈদে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ এবং ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন রাকিব হোসেন ইভন। বোহেমিয়ান ঘোড়ায় মোশাররফ করিমের সাগরেদ চরিত্রে অভিনয় করেছেন ইভন আর তাণ্ডবে তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। দুটি কাজ নিয়ে অভিনেতার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ...
৬ ঘণ্টা আগেএকসময় বিটিভির নাটকে নিয়মিত দেখা যেত সোহেল আরমানকে। চ্যানেলটির অনেক নাটকও নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় বিটিভির কোনো নাটকের কাজ করেননি সোহেল আরমান। বিরতি কাটিয়ে গত রোজার ঈদে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘জলপরী’। এবার তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। নাম ‘জল জোছনা’...
৬ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয়...
৬ ঘণ্টা আগেঅনেক কিছু ঘটে গেছে জেমস বন্ডকে ঘিরে গত কয়েক বছরে। ‘ক্যাসিনো রয়েল’ থেকে ‘নো টাইম টু ডাই’—সর্বশেষ পাঁচটি সিনেমায় জেমস বন্ড হিসেবে হাজির হওয়ার পর এ চরিত্র থেকে অবসর নিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। ঘরও বদলেছে জেমস বন্ডের। দীর্ঘ ৬০ বছর একটি পরিবারের হাতে ছিল জেমস বন্ডের নিয়ন্ত্রণ। ১৯৬২ সালে নির্মিত জেমস বন্ড...
৬ ঘণ্টা আগে