বিনোদন প্রতিবেদক, ঢাকা
আসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর।
খুচরা পাপী নাটকের গল্পভাবনা জিয়াউদ্দিন আলমের। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল এলিন। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন মোশাররফ চরিত্রে, বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। এই নাটকের গল্প নির্বাচনটা ভালো হয়েছে। তানিয়া বৃষ্টি মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তাঁর বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তাঁর সেরাটাই তিনি দেওয়ার চেষ্টা করেন। আশা করছি খুচরা পাপী দর্শকদের মুগ্ধ করবে।’
পরিচালক আলম বলেন, মোশাররফ করিম ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। তাঁকে নিয়ে কাজ করার স্বপ্ন সব পরিচালকেরই থাকে। তানিয়া বৃষ্টি অসাধারণ একজন অভিনেত্রী। টাইমলি সেটে আসেন এবং নিয়ম মেনে শুটিং করেন। এই নাটকেও তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যাবে।
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি, প্রতিটি নাটকেই অনেক সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তাঁর সঙ্গে যতই কাজ করি ততই সমৃদ্ধ হই। আলম ভাই বেশ গুছানো একজন পরিচালক। সব মিলিয়ে খুব আশাবাদী কাজটি নিয়ে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
খুচরা পাপী নাটকে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগ্রহণে শরীফ রানা।
আসন্ন রোজার ঈদে এনটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘খুচরা পাপী’। জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ‘পাইরেসি’ নাটকের পর দীর্ঘ এক যুগ পরে জিয়াউদ্দিন আলমের নির্দেশনায় অভিনয় করলেন মোশাররফ। ‘প্রাইভেট জামাই’ নাটকের পর আলমের নির্দেশনায় তানিয়া অভিনয় করলেন তিন বছর পর।
খুচরা পাপী নাটকের গল্পভাবনা জিয়াউদ্দিন আলমের। চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল এলিন। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন মোশাররফ চরিত্রে, বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। এই নাটকের গল্প নির্বাচনটা ভালো হয়েছে। তানিয়া বৃষ্টি মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তাঁর বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তাঁর সেরাটাই তিনি দেওয়ার চেষ্টা করেন। আশা করছি খুচরা পাপী দর্শকদের মুগ্ধ করবে।’
পরিচালক আলম বলেন, মোশাররফ করিম ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। তাঁকে নিয়ে কাজ করার স্বপ্ন সব পরিচালকেরই থাকে। তানিয়া বৃষ্টি অসাধারণ একজন অভিনেত্রী। টাইমলি সেটে আসেন এবং নিয়ম মেনে শুটিং করেন। এই নাটকেও তাঁর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যাবে।
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি, প্রতিটি নাটকেই অনেক সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তাঁর সঙ্গে যতই কাজ করি ততই সমৃদ্ধ হই। আলম ভাই বেশ গুছানো একজন পরিচালক। সব মিলিয়ে খুব আশাবাদী কাজটি নিয়ে। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
খুচরা পাপী নাটকে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগ্রহণে শরীফ রানা।
ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে। মঞ্চ নির্মাণ করা হয়েছে বৃটিশ আমলে তৈরি প্রায় শত বছরের প্রাচীন ঐতিহাসিক ট্যাফনাল ব্যারেট স্কুলের সামনে।
১৮ মিনিট আগেসোমবার দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা।
১ ঘণ্টা আগেঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশির ভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরোনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা।
৮ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
৮ ঘণ্টা আগে