জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।
জেনিফার লোপেজের জন্য ২০২৪ ছিল নানা উত্থান-পতনের বছর। পেশাগত ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনের পাশাপাশি, তাঁর এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদও ছিল আলোচনার কেন্দ্রে। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা রিক্যাপ ভিডিওতে বেন অ্যাফ্লেকের উপস্থিতি নেই, যা ভক্তদের বেশ অবাক করেছে।
ভিডিওতে জেনিফারের ২০২৪ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে মেট গালায় তাঁর চমকপ্রদ উপস্থিতি এবং তাঁর অভিনীত চলচ্চিত্র ‘আল্টাস’ এর রেড কার্পেট ইভেন্ট। এ ছাড়াও তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আনস্টপেবল’ এবং ‘দিস ইজ মি...নাও: এ লাভ স্টোরি’-এর কিছু ঝলক দেখা গেছে।
ভিডিওতে আরও জায়গা পেয়েছে অভিনেত্রীর কনসার্টের অসাধারণ পারফরম্যান্স এবং ভাইরাল হওয়া বডেগার অর্ডারের সেই বিখ্যাত কমলা রঙের পানীয়। এর পাশাপাশি বিভিন্ন সাক্ষাৎকারের উল্লেখযোগ্য মুহূর্তগুলোও তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, ‘আমি গর্বিত যেভাবে আমি সবকিছু সামলেছি। অভিনেত্রী জানান, তিনি নিজের অনুভূতিগুলোকে অনুভব করা এবং তা ছেড়ে দেওয়ার কৌশল শিখেছেন।
উত্থান-পতন নিয়ে স্মৃতিচারণ করে জেনিফার বলেন, ‘এটি ছিল সত্যিই চ্যালেঞ্জিং এক বছর, তবে আমি বিশ্বাস করি সেরা দিনগুলো এখনো বাকি। আমি এখন আমার মন ও হৃদয় অটুট রেখে ভালোবাসায় পূর্ণ থাকতে পারি।’
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের বিবাহবিচ্ছেদ ছিল জটিল। তবে তাঁরা বরাবরই বলেছেন যে তাঁদের সন্তানের কথা মাথায় রেখে তাঁরা সুসম্পর্ক বজায় রাখতে চান। বিচ্ছেদের মধ্যেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তারা পরিস্থিতি পরিপক্বতার সঙ্গেও সামলাচ্ছেন।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে