২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে পরিকল্পনা নিয়েছে সেগুলো অপ্রয়োজনীয় সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যে পরিকল্পনার কথাগুলো বলেছি তা আমলে নেওয়া হচ্ছে না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি চর্চার জন্য অবকাঠামোগত ও প্রশিক্ষণগত সুযোগ-সুবিধার প্রয়োজন। যেমন প্রতিটি উপজেলায় একটি করে অডিটরিয়াম নির্মাণ, একটা করে মুক্তমঞ্চ নির্মাণ, শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ছাড়া দেড় কোটি মানুষের শহরে মাত্র তিন-চারটি মিলনায়তন কি পর্যাপ্ত? প্রতিটি উপজেলায় যদি মিলনায়তন, মুক্ত মঞ্চ ও স্থায়ী প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে তাহলে শিল্পের জাগরণ কি করে ঘটবে? কিন্তু ঘোষিত বাজেটে এর প্রতিফলন দেখছি না।’
হতাশা প্রকাশ করে গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘গত ১০ বছর ধরে সম্মিলিত সংস্কৃতির জোট এই কথাগুলো বলে আসছে। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রতিবাদ সভা করেছি, লিখিত ভাবে সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু বছর ঘুরলেও তার কোন প্রতিফলন আমরা দেখছি না। এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির প্রশ্ন নয়। সংস্কৃতির উন্নয়ন না হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সর্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়বে। আমরা মনে করি এখনো সময় আছে। বাজেট পাশ হওয়ার আগে এ সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে সরকার।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে ৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। যা গত অর্থবছরে এই খাতে বরাদ্দের তুলনায় ৮০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে এই বরাদ্দ নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার যে পরিকল্পনা নিয়েছে সেগুলো অপ্রয়োজনীয় সেটা আমরা বলছি না। কিন্তু আমরা যে পরিকল্পনার কথাগুলো বলেছি তা আমলে নেওয়া হচ্ছে না।’
গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘আমাদের সংস্কৃতি চর্চার জন্য অবকাঠামোগত ও প্রশিক্ষণগত সুযোগ-সুবিধার প্রয়োজন। যেমন প্রতিটি উপজেলায় একটি করে অডিটরিয়াম নির্মাণ, একটা করে মুক্তমঞ্চ নির্মাণ, শিল্পের সঙ্গে জড়িতদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। এ ছাড়া দেড় কোটি মানুষের শহরে মাত্র তিন-চারটি মিলনায়তন কি পর্যাপ্ত? প্রতিটি উপজেলায় যদি মিলনায়তন, মুক্ত মঞ্চ ও স্থায়ী প্রশিক্ষণ ব্যবস্থা না থাকে তাহলে শিল্পের জাগরণ কি করে ঘটবে? কিন্তু ঘোষিত বাজেটে এর প্রতিফলন দেখছি না।’
হতাশা প্রকাশ করে গোলাম কুদ্দুছ আরও বলেন, ‘গত ১০ বছর ধরে সম্মিলিত সংস্কৃতির জোট এই কথাগুলো বলে আসছে। আমরা সাংবাদিক সম্মেলন করেছি, প্রতিবাদ সভা করেছি, লিখিত ভাবে সংস্কৃতি, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দিয়েছি। কিন্তু বছর ঘুরলেও তার কোন প্রতিফলন আমরা দেখছি না। এখানে সন্তুষ্টি-অসন্তুষ্টির প্রশ্ন নয়। সংস্কৃতির উন্নয়ন না হলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ক্ষতিগ্রস্ত হবে, অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হবে, বাংলার সর্বজনীন সংস্কৃতি হুমকির মুখে পড়বে। আমরা মনে করি এখনো সময় আছে। বাজেট পাশ হওয়ার আগে এ সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে সরকার।’
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে