১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
১২ তারের হুটেন্যানি অ্যাকুস্টিক গিটারটি ছিল বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জন লেননের। এরপর হারিয়ে গিয়েছিল সেই গিটার। প্রায় ৫০ বছরের বেশি সময় পর যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে খুঁজে পাওয়া গিয়েছে বিটলসের ১৯৬৫ সালের স্টুডিও অ্যালবাম হেল্প-এ ব্যবহৃত অ্যাকুস্টিক গিটারটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এবার লেননের স্মৃতি বিজড়িত এই গিটার উঠতে যাচ্ছে নিলামে।
আগামী মে মাসে হতে যাচ্ছে এই নিলাম। নিলামকারীরা বলেছেন, লেননের গিটারটির মূল্য ৬ থেকে ৮ লাখ ডলার, এমনকি এই অর্থও ছাড়িয়ে যেতে পারে।
বাভারিয়ান ফার্ম ফ্রামুস ১৯৬০-এর দশকে তৈরি করেছিল ১২ তারের এই হুটেন্যানি অ্যাকুস্টিক গিটার। হেল্প অ্যালবামের টাইটেল ট্র্যাকসহ ‘ইউ হ্যাভ গট টু হাইড ইয়োর লাভ অ্যাওয়ে’, ‘অনলি লাভ অ্যান্ড আই হ্যাভ জাস্ট সিন আ ফেইস’ গানগুলোয় ব্যবহৃত হয়েছে গিটারটি।
আর সেই গিটারই প্রায় ৫০ বছরেরও বেশি সময় পড়ে ছিল যুক্তরাজ্যের একটি বাড়ির ছাদে। সম্প্রতি বাড়িটির মালিকানা পরিবর্তনের পর খুঁজে পাওয়া গেছে এই গিটার।
যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েন্স অকশনের প্রতিষ্ঠাতারা গিটারটি যাচাই করতে যুক্তরাজ্যে গিয়ে গিটারটির আসল কেস খুঁজে পেয়েছেন। ম্যাটন অস্ট্রেলিয়ানের তৈরি গিটার কেসটি পড়ে ছিল আবর্জনায়।
জুলিয়েন্স অকশনের সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক মার্টিন নোলান রয়টার্সকে বলেন, মালিকেরা জানতেন যে তাদের কাছে গিটারটি ছিল। কিন্তু তারা ভেবেছিলেন যে, এটি হারিয়ে গেছে।
১৯৬০-এর দশকের পপ জুটি পিটার এবং গর্ডনের সদস্য ব্রিটিশ সংগীতশিল্পী গর্ডন ওয়ালারের কাছেই গিটারটি ছিল বলে মনে করা হতো। এ ব্যাপারে নতুন তথ্য দেন মার্টিন নোলান। তিনি বলেন, গর্ডনকে জন লেনন গিটারটি উপহার দিয়েছিলেন। এরপর গর্ডন তার ব্যবস্থাপককে এটি উপহার দেন এবং সেখানেই গিটারটি এত বছর ধরে ছিল।
গিটারটি আগামী ২৯ মে নিউইয়র্কের হার্ড রক ক্যাফেতে এবং নিলামকারীর ওয়েবসাইটে নিলামে তোলা হবে।
এ বছরের শুরুর দিকে বিটলসের আরেক জগদ্বিখ্যাত সদস্য পল ম্যাকার্টনির একটি চুরি হওয়া হফনার বেস গিটার পাওয়া যায়। প্রায় ৫১ বছর গিটারটি খোঁজার পর তা তুলে দেওয়া হয় ম্যাকার্টনির হাতে।
বিটলসের সদস্যদের বাদ্যযন্ত্রগুলো আগেও নিলামে উঠে হাঁকিয়েছে উচ্চ মূল্য। ২০১৫ সালে ১৯৬০-এর দশকে জন লেননের কাছ থেকে চুরি যাওয়া একটি গিটার ক্যালিফোর্নিয়ায় নিলামে ২৪ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১১ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১ দিন আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১ দিন আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১ দিন আগে