Ajker Patrika

উত্তরায় শর্ত সাপেক্ষে উঠছে নিষেধাজ্ঞা, আবার শুটিং শুরুর ইঙ্গিত

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০০: ৪১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, আজ বিকেলে উত্তরা কল্যাণ সমিতি, শুটিং হাউস মালিক এবং নাট্য ও চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে, ২০ জুলাই উত্তরা সেক্টর-৪ এলাকার কিছু বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উত্তরা কল্যাণ সমিতি শুটিং নিষেধাজ্ঞা জারি করে। জনসমাগম, শব্দদূষণ এবং এলাকাবাসীর দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটার অভিযোগ তুলে সমিতি এক নির্দেশনায় স্থানীয়দেরকে বাড়ি শুটিং হাউস হিসেবে ভাড়া না দেওয়ার অনুরোধ জানায়।

এই নিষেধাজ্ঞায় নাটক ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডসহ কয়েকটি সংগঠন প্রতিবাদ জানালে উত্তরা কল্যাণ সমিতি আলোচনায় বসার উদ্যোগ নেয়।

উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমে বলেন, ‘এই সমিতি সব সময় এলাকাবাসীর স্বার্থ রক্ষায় কাজ করে। তবে শুটিং ইউনিটগুলো যদি নিয়ম মেনে, পরিবেশ রক্ষা করে কাজ করে, তাহলে সমন্বয়ের মাধ্যমে পথ বের করা সম্ভব। আমাদের উদ্দেশ্য শুটিং বন্ধ করা নয়; শৃঙ্খলা রক্ষা। আজকের বৈঠকে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবেন বলে আশাবাদী তিনি।'

শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা এবং ‘আপন ঘর’ শুটিং হাউসের মালিক খলিলুর রহমান বলেন, 'হঠাৎ নিষেধাজ্ঞা দিয়ে সমাধান হয় না। আমরা সংলাপ ও সমঝোতার মাধ্যমে টেকসই সমাধান চাই। আবাসিক এলাকায় কাজ করতে গেলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে—আমরা তাতে সম্মত।'

বর্তমানে উত্তরা সেক্টর-৪ এলাকায় তিনটি সক্রিয় শুটিং হাউস রয়েছে—লাবণী-৪, লাবণী-৫ এবং আপন ঘর-২। একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও তা অনিয়মিতভাবে ব্যবহৃত হয়।

সব পক্ষের আলোচনা ইতিবাচক অগ্রগতির দিকে যাচ্ছে বলে জানা গেছে। শিগগির কিছু শর্ত আরোপ করে শুটিং কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেওয়া হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...