Ajker Patrika

অচলাবস্থা কাটিয়ে ছন্দে ফিরল টালিউড

অচলাবস্থা কাটিয়ে ছন্দে ফিরল টালিউড

অবশেষে অচলাবস্থা কাটিয়ে পুরোনো ছন্দে ফিরল টালিউড। বুধবার সকাল থেকেই স্টুডিও পাড়ার নানা ফ্লোর জুড়ে শুরু হয়েছে সিরিয়াল ও ওয়েব কনটেন্টের শুটিং। ভারতলক্ষ্মী স্টুডিওতে কালারস বাংলার এক ধারাবাহিকের শুটিং শুরু করেছেন কাঞ্চন মল্লিক। অন্যদিকে, টেকনিশিয়ানস স্টুডিও শুটিং চলছে ধারাবাহিক জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। জানা গেছে, আজ জি বাংলার সারেগামাপা রিয়্যালিটি শোয়েরও শুটিং হবে।

বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল। মুখোমুখি দাঁড়িয়েছিলেন পরিচালক-অভিনয়শিল্পী ও টেকনিশিয়ানরা। বিভিন্ন সংগঠনগুলো দফায় দফায় মিটিং করেও সমস্যা সমাধানের পথ খুঁজে পাচ্ছিলেন না। বন্ধ হয়ে যায় সব শুটিং। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্বস্তি ফিরলো টালিপাড়ায়।

মঙ্গলবার বিকেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস। আলোচনা শেষে দেব সংবাদমাধ্যমকে জানান, ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনো ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর কলকাতায় কার্যক্রম শুরু হয়েছিল বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকির। সেখানে ‘লহু’ নামের একটি সিরিজের কাজ শুরু হয়। রাহুল মুখার্জির পরিচালনায় সিরিজে অভিনয় করেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। তবে টালিউডের ফেডারেশনগুলোর অতিরিক্ত পারিশ্রমিকসহ বিভিন্ন দাবির কারণে কলকাতায় কার্যক্রম বন্ধ করে দেয় চরকি। ফলে মাঝপথেই বন্ধ হয়ে যায় লহুর শুটিং। সেই সিরিজের বাকি অংশের শুটিং শেষ করতেই কয়েকজন কলাকুশলীসহ বাংলাদেশে এসেছিলেন রাহুল। ফেডারেশনকে না জানিয়ে ঢাকায় এসে শুটিং করার অভিযোগে রাহুলকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত