মৌলিক গানের পাশাপাশি সিনেমার গানেও নিয়মিত ছিলেন আরফিন রুমি। বিরতি কাটিয়ে গানের জগতে ফিরলেও প্লেব্যাকে পাওয়া যাচ্ছিল না তাঁকে। এবার সেই আক্ষেপ মিটছে রুমি ভক্তদের। পাঁচ বছর পর সিনেমায় প্লেব্যাক করলেন আরফিন রুমি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায় ‘দুই নয়নের মণি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমি। তবে নিজের সুর-সংগীতে নয়। সোমেশ্বর অলির কথায় ভারতের স্যাভির সুর-সংগীতে গেয়েছেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় গেয়েছিলেন আরফিন রুমি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন তিনি।
নতুন গানটি নিয়ে আরফিন রুমি বলেন, ‘অন্যের সুর-সংগীতে গাওয়ার প্রস্তাব হরহামেশাই পাই। কিন্তু সবার সঙ্গে গাওয়া হয়ে ওঠে না। এর আগে আমি হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ আর শওকাতের সুরে গান গেয়েছিলাম। অনেক দিন পর অন্যের সুরে সিনেমায় গান গাইলাম। একটি ভালো গানের জন্যই আমার এই অপেক্ষা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আমাকে তেমন একটা গান গাওয়ার সুযোগ দেওয়ায় তাঁর জন্য ভালোবাসা।’
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এ ছাড়া রাজের ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন তিনি।
সিনেমার গানের পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন আরফিন রুমি। এ বিষয়ে তিনি বলেন, ‘সিডি চয়েসের সঙ্গে ৩০টি গানের চুক্তি হয়েছিল। পাঁচটি গান রিলিজ হয়েছে। বাকি গানগুলো নিয়ে কাজ করছি। শ্রোতাদের পছন্দের বিষয়টি ভাবনায় রেখে সময় নিয়ে কাজ করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে গানগুলো রিলিজ হবে।’
ওমর সিনেমার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন নাসেক নাসেকখ্যাত কণ্ঠশিল্পী অনিমেষ রায়। রাসেল মাহমুদের কথায় সে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন এ সিনেমায় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান প্রমুখ। তবে সিনেমায় নায়ক-নায়িকা কারা থাকছেন, তা জানাননি নির্মাতা।
মৌলিক গানের পাশাপাশি সিনেমার গানেও নিয়মিত ছিলেন আরফিন রুমি। বিরতি কাটিয়ে গানের জগতে ফিরলেও প্লেব্যাকে পাওয়া যাচ্ছিল না তাঁকে। এবার সেই আক্ষেপ মিটছে রুমি ভক্তদের। পাঁচ বছর পর সিনেমায় প্লেব্যাক করলেন আরফিন রুমি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায় ‘দুই নয়নের মণি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমি। তবে নিজের সুর-সংগীতে নয়। সোমেশ্বর অলির কথায় ভারতের স্যাভির সুর-সংগীতে গেয়েছেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় গেয়েছিলেন আরফিন রুমি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছিলেন তিনি।
নতুন গানটি নিয়ে আরফিন রুমি বলেন, ‘অন্যের সুর-সংগীতে গাওয়ার প্রস্তাব হরহামেশাই পাই। কিন্তু সবার সঙ্গে গাওয়া হয়ে ওঠে না। এর আগে আমি হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ আর শওকাতের সুরে গান গেয়েছিলাম। অনেক দিন পর অন্যের সুরে সিনেমায় গান গাইলাম। একটি ভালো গানের জন্যই আমার এই অপেক্ষা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আমাকে তেমন একটা গান গাওয়ার সুযোগ দেওয়ায় তাঁর জন্য ভালোবাসা।’
এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ সিনেমার সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এ ছাড়া রাজের ‘সম্রাট’ সিনেমার জন্য দুটি গান করেছেন তিনি।
সিনেমার গানের পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন আরফিন রুমি। এ বিষয়ে তিনি বলেন, ‘সিডি চয়েসের সঙ্গে ৩০টি গানের চুক্তি হয়েছিল। পাঁচটি গান রিলিজ হয়েছে। বাকি গানগুলো নিয়ে কাজ করছি। শ্রোতাদের পছন্দের বিষয়টি ভাবনায় রেখে সময় নিয়ে কাজ করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে গানগুলো রিলিজ হবে।’
ওমর সিনেমার আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন নাসেক নাসেকখ্যাত কণ্ঠশিল্পী অনিমেষ রায়। রাসেল মাহমুদের কথায় সে গানটির সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন এ সিনেমায় অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান প্রমুখ। তবে সিনেমায় নায়ক-নায়িকা কারা থাকছেন, তা জানাননি নির্মাতা।
সম্প্রতি, ব্রিটেনে এক রেস্তোরাঁয় গান পরিবেশনের পর ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় জনপ্রিয় পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলী খানের দিকে ডিম ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও প্রকাশ করায় এবার ওই রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন গায়ক।
১৪ ঘণ্টা আগেপাকিস্তানের জনপ্রিয় গায়িকা ও গীতিকার কুররাতুল আইন বালুচ সম্প্রতি একটি বাদামি ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর টিম নিশ্চিত করেছে, তিনি এখন শঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগেদীর্ঘ সময় ধরে নিজেকে শোবিজ থেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি আড়ালে চলে যাওয়ার কারণে আটকে আছে ‘ভালোবাসার প্রজাপতি’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’সহ কয়েকটি সিনেমা। নির্মাতারাও দীর্ঘ সময় ধরে কোনো খোঁজ পাচ্ছিলেন না নায়িকার। জানিয়েছিলেন, পপির জন্য তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
২১ ঘণ্টা আগেঈদে দেশে নতুন সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের অন্য সময়ে থাকে ভাটা। পুরোনো সিনেমা দিয়েই হল চালু রাখতে হয় হলমালিকদের। তবে এ মাসে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এ সপ্তাহেও আলোর মুখ দেখছে নতুন সিনেমা।
২১ ঘণ্টা আগে