Ajker Patrika

হুমায়ূন আহমেদকেও বলেছিলাম গল্পটা

মীর রাকিব হাসান
আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৩: ৫৯
হুমায়ূন আহমেদকেও বলেছিলাম গল্পটা

অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের জন্মদিন আজ। সাধারণত এই দিনটিতে নিজের মতো করে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। জন্মদিন ও সাম্প্রতিক কাজের নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান 

জন্মদিনের অনেক শুভেচ্ছা। এবারের জন্মদিনে বিশেষ কোনো প্ল্যান?
শুভেচ্ছার জন্য ধন্যবাদ। জন্মদিনে আমি শুটিং রাখি না। এই জন্মদিনেও বাসায় থাকব। পরিবারের সদস্যরা জন্মদিনের আয়োজন করে। বন্ধুরা, স্বজনেরা ফোন করেন। একটু অন্য রকম তো এমনিতেই হয়ে যায় দিনটা। 

শৈশবে জন্মদিনগুলো কেমন ছিল? 
মফস্বল শহরে আমার বড় হওয়া। আমাদের সময় ওভাবে কেক কাটার প্রচলন ছিল না। তবে জন্মদিনে ভালোমন্দ রান্না হতো। ভাইবোনদের সবার ছোট আমি। বাবা-মা-ভাইবোনদের কাছ থেকে তাই একটু বাড়তি যত্ন-ভালোবাসা পেতাম। এই দিনে দুষ্টুমি করলেও মাফ পাওয়া যেত। তাই দিনটার জন্য অপেক্ষায় থাকতাম। 

আপনার জন্ম তো নানাবাড়িতে? 
হ্যাঁ। আমার জন্মের সময় এমন টানাহেঁচড়া হয়েছিল মাকে নিয়ে। আমার জন্ম ৪ অক্টোবর, এশার নামাজের পর। জন্মের সময়কার গল্প শুনেছি মায়ের কাছে। আমার জন্ম নানাবাড়ি গুনারগাতিতে। জন্মের ঠিক আগে আগে নৌকায় করে মাকে দাদাবাড়ি চাঁদপালে নেওয়া হলো। গিয়ে শুনলেন আমার ফুফুর বাচ্চা হবে। কী একটা কুসংস্কার আছে, এক বাড়িতে দুই বাচ্চা হওয়া নাকি ভালো না। ওখান থেকে মা এলেন নানাবাড়ি। এসে শোনেন আমার বড় মামিরও বাচ্চা হবে!  শেষমেশ নানাবাড়িতেই থাকা হলো। আমার জন্মের কিছুদিন পরের একটা মিরাকল গল্প আছে।

সেটা কী?
আঁতুড়ঘরে আমি একা, কী কারণে যেন মা পাশে ছিলেন না। নানা-মামারা গেছেন এশার নামাজ আদায় করতে। এক খালা এসে দেখে আমি আঁতুড়ঘরে নেই। তত দিনে আমার নাম রাখা হয়েছে। ডাকনাম পুলক। সবাই হই হই করে উঠল, পুলক কই! তখন তো বিদ্যুৎ ছিল না। কুপিবাতি, হারিকেন নিয়ে সবাই খুঁজতে লাগল। বাড়ি থেকে অনেক দূরে একটা পুকুরের পাশের ধানখেতে পাওয়া গেল আমাকে। যে ছোট্ট কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল, ঠিক সেই অবস্থায় আমি। পাশে একটা বাঘডাশা বসে আছে। আমি পুরো অক্ষত অবস্থায় ছিলাম। পরে মশাল জ্বালিয়ে আমাকে আনা হয়। হুমায়ূন আহমেদকেও বলেছিলাম গল্পটা। পরে তাঁর একটি বইয়ে লিখে দিয়েছিলেন, ‘জাহিদ, বাঘডাশার হাত থেকে তো বেঁচেছ, মানুষের হাত থেকে কি বাঁচতে পারবা?’

শুটিংয়ের কী অবস্থা?
ভালো গল্প পাওয়া যাচ্ছে না। আর চ্যানেলের কাজ এখন মার্কেটিং টিমের হাতে চলে গেছে। আমরা তো দ্বারে দ্বারে ঘুরে কাজ চাইতে পারি না। এখন অনেক চ্যানেল আছে তাদের সঙ্গে, যাদের লিংক-লবিং আছে, তারা মিলেই কাজ করে। এসব ব্যাপার কষ্ট দেয়। শিল্প-সংস্কৃতিটা এর থেকে দূরে রাখলেই পারত। 

‘মাফিয়া’ ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন? কাজটি নিয়ে কিছু বলুন... 
আমি অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছি। বড় একটা কাজ। অনেকে শিল্পী কলাকুশলী কাজ করেছেন এতে। নাটকীয়তা আছে, সিনেমাটিক ভাইভ আছে। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে। 
নতুন কোনো ছবি বা ওয়েব সিরিজে কাজ করার কথা চলছে নাকি? কাজ শুরু করে হারিয়ে যায় এমন ইউনিটে কাজ করতে চাই না। এটা তো এমন না যে আপনার সঙ্গে কথা বললাম। অ্যাডভান্স নিলাম। শুটিংয়ে চলে গেলাম। এক লট শুটিং করে খবর নেই।  ছবি করার আগে আমি পুরো  প্ল্যানিংটা জানতে চাই।  সন্তুষ্ট হলেই কাজে সম্মতি দিই। কখনোই তাড়াহুড়ো করি না। একটা ছবিতে অভিনয়ের কথা ছিল। ইতিমধ্যেই সেটা নিয়ে জল ঘোলা হয়েছে। মনে হচ্ছে না কাজটা আর করব। নামটা আমি বলতে চাইছি না।  

আপনি একজন নির্মাতাও। ছবি নির্মাণের কোনো প্ল্যানিং?
করোনায় মানুষের জীবন থেকে তো দুই বছর নিয়ে নিল। ছবি জীবনে একটা হলেও নির্মাণ করার ইচ্ছে আছে। তবে সেটা যে এখনই করব ব্যাপারটি এমন নয়। প্রপার প্ল্যানিং করেই একটা ছবি নির্মাণ করতে চাই। সামনে একটা সিরিয়াল নির্মাণ করার প্ল্যান চলছে মাছরাঙা টেলিভিশনের জন্য। নাম ‘অদল বদল’। অনেকেই অভিনয় করবেন। আমি সিরিয়ালটিতে ডাবল রোলে অভিনয় করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত