পুত্র সন্তানের মা হয়েছেন ফ্রিদা পিন্টো। সেটি গত মাসেই তিনি জানিয়েছিলেন। এবার স্বামী কোরি ট্রানের জন্মদিনে সন্তানের নাম ঘোষণা করে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আজ সোমবারই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন ফ্রিদা পিন্টো। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোরি ট্রানের বুকের ওপর আরামে বিশ্রাম নিচ্ছে ছোট্ট শিশু।
অন্য একটি ছবিতে শিশুকে কোলে নিয়ে আছেন ফ্রিদা। তবে শিশুর মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া।
ক্যাপশনে ফ্রিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্যাডা কোরি! আমি তোমাকে আমার স্বামী, বন্ধু এবং জীবনের সঙ্গী হিসেবে দারুণ উপভোগ করি। তোমাকে শুধু একজন বাবা নয়, সুপার-ড্যাড হতে দেখতে পাওয়া আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে এবং আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত মা হিসেবে এটা আমাকে একটু বিশ্রাম দেয়। তুমি জানো না আমি এটা কতটা মর্মে উপলব্ধি করি! আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই যুগল জীবনের আমি প্রেমে পড়েছি। তোমাকে আমি পাগলের মতো ভালবাসি।’
ক্যাপশনের একেবারে শেষে এসে সন্তানের নাম উল্লেখ করেছেন ফ্রিদা। তিনি লিখেছেন, ‘রুমি-রে, তুমি ভাগ্যবান ছেলে!!’
ফ্রিদা-কোরি গত বছরের জুনে তাঁদের আসন্ন সন্তানের ঘোষণা দেন। গত মাসে এই সেলিব্রেটি দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।
২৬ অক্টোবর একটি ইনস্টাগ্রাম পোস্টে ফ্রিদা পিন্টো নতুন মা হিসেবে তাঁর জীবন এবং প্রসবোত্তর অভিজ্ঞতা নিয়ে লেখেন।
ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নেয়ার-এ অভিনয়ের জন্য পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এ চলচ্চিত্র অস্কার জেতে। এছাড়া রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, ইমর্টালস, তৃষ্ণা, লাভ সোনিয়া এবং নেটফ্লিক্স মুভি মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন ফ্রিদা।
পুত্র সন্তানের মা হয়েছেন ফ্রিদা পিন্টো। সেটি গত মাসেই তিনি জানিয়েছিলেন। এবার স্বামী কোরি ট্রানের জন্মদিনে সন্তানের নাম ঘোষণা করে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
আজ সোমবারই প্রথম সন্তানের ছবি পোস্ট করলেন ফ্রিদা পিন্টো। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কোরি ট্রানের বুকের ওপর আরামে বিশ্রাম নিচ্ছে ছোট্ট শিশু।
অন্য একটি ছবিতে শিশুকে কোলে নিয়ে আছেন ফ্রিদা। তবে শিশুর মুখটি ইমোজি দিয়ে ঢেকে দেওয়া।
ক্যাপশনে ফ্রিদা লিখেছেন, ‘শুভ জন্মদিন ড্যাডা কোরি! আমি তোমাকে আমার স্বামী, বন্ধু এবং জীবনের সঙ্গী হিসেবে দারুণ উপভোগ করি। তোমাকে শুধু একজন বাবা নয়, সুপার-ড্যাড হতে দেখতে পাওয়া আমাকে খুব আবেগপ্রবণ করে তোলে এবং আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত মা হিসেবে এটা আমাকে একটু বিশ্রাম দেয়। তুমি জানো না আমি এটা কতটা মর্মে উপলব্ধি করি! আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই যুগল জীবনের আমি প্রেমে পড়েছি। তোমাকে আমি পাগলের মতো ভালবাসি।’
ক্যাপশনের একেবারে শেষে এসে সন্তানের নাম উল্লেখ করেছেন ফ্রিদা। তিনি লিখেছেন, ‘রুমি-রে, তুমি ভাগ্যবান ছেলে!!’
ফ্রিদা-কোরি গত বছরের জুনে তাঁদের আসন্ন সন্তানের ঘোষণা দেন। গত মাসে এই সেলিব্রেটি দম্পতির ঘরে প্রথম সন্তানের জন্ম হয়।
২৬ অক্টোবর একটি ইনস্টাগ্রাম পোস্টে ফ্রিদা পিন্টো নতুন মা হিসেবে তাঁর জীবন এবং প্রসবোত্তর অভিজ্ঞতা নিয়ে লেখেন।
ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলিয়নেয়ার-এ অভিনয়ের জন্য পরিচিতি পান ফ্রিদা পিন্টো। এ চলচ্চিত্র অস্কার জেতে। এছাড়া রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস, ইমর্টালস, তৃষ্ণা, লাভ সোনিয়া এবং নেটফ্লিক্স মুভি মোগলি: লেজেন্ড অব দ্য জঙ্গলের মতো সিনেমায় অভিনয় করেছেন ফ্রিদা।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২০ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে