Ajker Patrika

অস্কারের অতিথি হতে হলে লাগবে টিকা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ২৮
অস্কারের অতিথি হতে হলে লাগবে টিকা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের জন্য প্রতিবছর মুখিয়ে থাকেন সিনেমাপ্রেমীরা। এই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এবারের আসর। 

করোনার কারণে গত দুই বছর সেভাবে আয়োজন না হলেও এবার বেশ জমকালো আয়োজনের আভাস মিলছে। আর ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডসের এই অনুষ্ঠান সরাসরি দেখতে হলে অতিথিদের করোনা প্রতিরোধী টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। টিকা নেওয়ার প্রমাণ দেখিয়েই প্রবেশ করতে হবে অনুষ্ঠানে। 

তবে অভিনয়শিল্পী ও উপস্থাপকদের জন্য এ নিয়ম শিথিল করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে যে, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি এবং অতিথিদের অবশ্যই টিকা সনদ ও দুবার করোনা পরীক্ষায় নেগেটিভের প্রমাণ দেখাতে হবে। 

এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিন নারী কৌতুক অভিনয়শিল্পীএ ছাড়া মাস্ক পরার নিয়মের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ডলবি থিয়েটারে আমন্ত্রিত আড়াই হাজার অতিথির মধ্যে কিছুসংখ্যককে মাস্কবিহীন যেতে অনুমতি দেওয়া হয়েছে। আর এর জন্য বসার আলাদা ব্যবস্থা রাখা হবে; যেখানে মাস্কের প্রয়োজন পড়বে না। 

এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিন মার্কিন কৌতুক অভিনয়শিল্পী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। অস্কারের ইতিহাসে এবারই প্রথম একই আসরে তিন নারীকে সঞ্চালনা করতে দেখা যাবে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ওয়েবসাইট ও অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত