Ajker Patrika

থালাইভির প্রশংসায় ভাসছেন কঙ্গনা

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৫: ৪২
থালাইভির প্রশংসায় ভাসছেন কঙ্গনা

বলিউড তারকারা চুপিচুপি ফোন, ম্যাসেজ করছেন কঙ্গনাকে। নতুন ছবি `থালাইভি’র প্রশংসা করছেন তাঁরা। এমনকি বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমারও রয়েছেন সেই তালিকায়। এমনটাই দাবি করেছেন কঙ্গনা।

টুইটের উত্তর দিতে গিয়ে কঙ্গনা লিখেছেন, ‘বলিউড আমার এতটাই বিরোধিতা করে যে, আমার প্রশংসা করলেও মানুষ সেখানে বিপদে পড়ে যেতে পারেন।

অক্ষয় কুমারের মতো বিভিন্ন বড় তারকাদের ফোন এবং ম্যাসেজ পেয়েছি আমি। তাঁরা ‘থালাইভি’র ট্রেলারের প্রশংসা করেছেন কিন্তু মুভি মাফিয়ার ভয়ে আলিয়া বা দীপিকার ছবির মতো জনসমক্ষে আমার ছবির প্রশংসা করতে পারেন না’।

অভিনেতা অক্ষয় কুমার

কঙ্গনার রাজনৈতিক মতাদর্শ এবং আধ্যাত্মিকতার জন্য যদি তাঁকে হেনস্থা এবং দলছুট করা হয়, তাহলে সে ক্ষেত্রেও তিনিই জিতবেন। টুইটের মাধ্যমে এই আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেছেন তিনি।

দিন কয়েক আগেই একটি ভিডিও পোস্ট করেছিলেন কঙ্গনা। সেখানে ইন্ডাস্ট্রির দুই সহকর্মী আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনের প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁকে। কঙ্গনার অভিযোগ, দীপিকা, আলিয়া বা অন্য কোনও অভিনেত্রী কখনও পাল্টা প্রশংসা ফিরিয়ে দেননি তাঁকে। বরং দল তৈরি করে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত