Ajker Patrika

করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী আইসিইউতে

করোনা আক্রান্ত বাপ্পি লাহিড়ী আইসিইউতে

করোনা আক্রান্ত বলিউডের সংগীত গুরু বাপ্পি লাহিড়ীকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উদ্বেগের বিষয় হল তাঁর ফুসফুস কিছুটা ক্ষতিগ্রস্ত। তিনি ডাঃ উদওয়াদিয়ার তত্ত্বাবধানে রয়েছেন।

বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পার বরাত দিয়ে বলিউড হাঙ্গামা ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

লস এঞ্জেলসে সংগীত নিয়ে কাজ করেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা। বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটে এসেছেন মুম্বাইয়ে। কিন্তু বাবা করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে থাকায় দেখা করার সুযোগ না পেয়ে কষ্ট লাগছে তাঁর।

বাপ্পা বলিউড হাঙ্গামাকে জানান, বুধবার বাপ্পি লাহিড়ীর শরীরে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়ে। আইসিইউ তে থাকায় পরিবারের কেউ তাঁর সাথে দেখা করতে পারছেন না। তবে বাবা সবচেয়ে ভাল যত্ন পাচ্ছেন বলে স্বস্তি প্রকাশ করেন বাপ্পিপুত্র।

বাপ্পি লাহিড়ীর করোনা আক্রান্তের খবর জানাতে একটি বিবৃতি দেন তাঁর মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত সতর্ক থাকার পরেও দুর্ভাগ্যক্রমে মিঃ বাপ্পি লাহিড়ী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে খুব ভাল বিশেষজ্ঞের যত্নে রয়েছেন।’

সাম্প্রতিক বাপ্পি লাহিড়ীর সংস্পর্শে আসা সবাইকে সতর্কতামূলক করোনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার। পরিবারের পক্ষ থেকে সমস্ত শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের কাছে তাঁর সুস্থতার জন্য আশীর্বাদও কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত