Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩: ০৫
‘জিগরা’ সিনেমায় আলিয়া ভাট	ছবি: সংগৃহীত
‘জিগরা’ সিনেমায় আলিয়া ভাট ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

কালরাত্রি (বাংলা সিরিজ)

  • অভিনয়: সৌমিতৃষা কুণ্ডু, ইন্দ্রাশিস রায়, রূপঞ্জনা মিত্র
  • দেখা যাবে: হইচই
  • গল্পসংক্ষেপ: বিয়ের দিনই বান্ধবীর ভবিষ্যদ্বাণী শুনে হতবাক দেবী (সৌমিতৃষার চরিত্র)। সে জানতে পারে, তার হবু স্বামীর রহস্যময় মৃত্যুর আশঙ্কা রয়েছে। উৎসবের আবহ ফিকে হয়ে যায় অজানা ভয়ে। বিয়ের কয়েক দিন পর মারা যায় দেবীর স্বামী। এই বিধ্বস্ত পরিস্থিতিতে রহস্যের খোঁজে নামে দেবী।

আমরণ (তামিল সিনেমা)

  • অভিনয়: শিবাকার্তিকেয়ন, সাই পল্লবী, রাহুল বোস
  • দেখা যাবে: নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: কাশ্মীরে ২০১৪ সালের কাজীপাথরি অপারেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ফুটিয়ে তোলা হয়েছে মেজর মুকুন্দ ভার্দারাজনের সংগ্রাম ও আত্মত্যাগের গল্প। মেজরের স্ত্রী ইন্দু রেবেকার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। অক্টোবরের শেষে এসেছিল সিনেমা হলে, গতকাল থেকে দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

জিগরা (হিন্দি সিনেমা)

  • অভিনয়: আলিয়া ভাট, বেদাঙ্গ রায়না
  • দেখা যাবে: নেটফ্লিক্স
  • গল্পসংক্ষেপ: মালয়েশিয়ায় পড়তে গিয়ে মাদকের মামলায় ফেঁসে যায় সত্যার (আলিয়া) ভাই অঙ্কুর (বেদাঙ্গ)। মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় সে। এ খবর পেয়ে ভাইকে মুক্ত করার চেষ্টা করতে থাকে সত্যা। আইনি পথে সুবিধা করতে না পেরে যোগ দেয় এক গ্যাংস্টারের দলে। ওই দলের কয়েকজন রয়েছে সেই জেলে। সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে জেল থেকে ভাইকে বের করে আনার পরিকল্পনা করে সত্যা।

লাইট শপ (কোরিয়ান সিরিজ)

  • অভিনয়: জু জি হুন, পার্ক বু ইয়োং
  • দেখা যাবে: ডিজনি প্লাস হটস্টার
  • গল্পসংক্ষেপ: রহস্য ও ভৌতিক আবহের সিরিজটির কেন্দ্রে রয়েছে একদল মানুষ, যারা কেউ কাউকে চেনে না। তবে একটি জায়গায় সবাই এক, সবারই রয়েছে ভয়ংকর অতীত। তারা স্বাভাবিক জীবন যাপন করছিল। একটি ঘটনা তাদের নিয়ে যায় গলির শেষ প্রান্তে অবস্থিত এক দোকানে। এক বৃদ্ধ সেই দোকান পাহারা দেয়, যার কাছেই রয়েছে রহস্য সমাধানের সূত্র।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত